পরিষ্কার হচ্ছে ছবি, শাহের সঙ্গে বৈঠকের সম্ভাবনা, আজই দিল্লি উড়ে যাচ্ছেন শিন্ডে

যবনিকা পতন হতে হতে চলেছে আজই। অসম থেকে আজই দিল্লি উড়ে যাচ্ছেন শিবসেনার বিদ্রোহী বিধায়ক একনাথ শিন্ডে। অসমে হোটেল থেকে বেরিয়ে একেবারে আত্মবিশ্বাসের সঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সূত্রের খবর দিল্লিতে অমিত শাহ এবং জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে শিন্ডের। এদিকে আবার আজই দেবেন্দ্র ফড়নবীশ দিল্লি উড়ে যাচ্ছেন।

More SHIV SENA News  

Read more about:
English summary
Maharastra Political Crisis: Shiv Sena rebel MLA Eknath Sindey today going to Delhi