দেশের দৈনিক করোনা সংক্রমণে পতন, দিল্লিতে মিলল ওমিক্রণের নতুন ভ্যারিয়েন্টের হদিশ

গতকালের চেয়ে অনেকটাই কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ১১,৭৯৩ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ১৭,০৭৩ জন। করোনার দৈনিক সংক্রমণ কমলেও দিল্লিতে ওমিক্রনের নতুন সাব ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। যা নিয়ে এক প্রকার উদ্বেগে রয়েছে স্বাস্থ্যমন্ত্রক।


করোনা সংক্রমণ গতকােলর পর ফের কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ। গতকাল ১৭ হাজারের উপরে পৌঁছে গিেয়ছিল আক্রান্তের সংখ্যা। সেটা অনেকটাই কমে গিয়েছে গত ২৪ ঘণ্টা। তবে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক করোনা সংক্রমণে মারা গিয়েছেন ২৭ জন। গতকাল সংখ্যাটা ছিল ২১। কাজেই দৈনিক মৃত্যুর সংখ্যা অনেকটাই বেড়েছে। তার সঙ্গে নতুন উদ্বেগ রাজধানী দিল্লিকে নিয়ে।

দিল্লিতে ওমিক্রনের নতুন সাব ভ্যারিয়েন্ট বিএ.৫-র সংক্রমণ ধরা পড়েছে। দিল্লির এইমস এবং লোকনায়ক হাসপাতালে এক থেকে ২ জনের শরীরে ওমিক্রনের এই সাব ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। এর আগ মুম্বইয়ে এই ভ্যারিয়েন্টের হদিশ মিলেছিল। যদিও সেই ভ্যারিয়েন্টের সংক্রমণ তেমন মারাত্মর আকার নিচ্ছে না। তবে সংক্রমণের মাত্রা বেশি। সেকারণেই উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।

এদিকে মহারাষ্ট্রেও করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২,৩৬৯ জন। মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কয়েকদিন আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং মহারাষ্ট্রের রাজ্যপাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। গত ২৪ ঘণ্টায় করলে সংক্রমণের সংখ্যা সর্বাধিক। করলে ৩২০৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কাজেই কেরলে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে।

অন্যদিকে হঠাৎ করে দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে করোনা ভাইরাসের সংক্রমণ উর্ধ্বমুখী হয়ে গিয়েছে। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৪৭২ জন। এর আগের দুই ওয়েভেও করোনা ভাইরাসের সংক্রমণ উর্ধ্বমুখী হয়ে গিয়েছিল। তামিলনাড়ুর করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে হিমসিম খেতে হয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে। বিশেষ টিম পাঠানো হয়েছিল তামিলনাড়ুতে। যদিও করোনার চতুর্থ ওয়েভ নিয়ে তেমন শঙ্কিত নন চিকিৎসকরা। কারণ তাঁরা দাবি করেছেন চতুর্থ ওয়েভ খুব একটা মারাত্মক হবে না। করোনা ধীরে ধীরে নিউমোনিয়ার মত রয়ে যাবে। তবে করোনা বুস্টার ডোজের টিকাকরণ নিয়ে তৎপর হওয়ার কথা বলেছেন গবেষকরা।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Coronavirus Daily infection cross11,793 on 28 June in India