টানটান উত্তেজনা পূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে মহারাষ্ট্র। শিন্ডে বনাম উদ্ধবের টানাপোড়েন চরমে পৌঁছে গিয়েছে। সূত্রের খবর আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধব সরকারকে আস্থা ভোট ডাকতে পারেন রাজ্যপাল। তারইমধ্যে আবার জল্পনা বাড়িয়েছে নতুন খবর দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে নাকি যোগাযোগ করেছেন উদ্ধব ঠাকরে। যদিও শিবসেনার পক্ষ থেকে সেই জল্পনা একেবারেই উড়িয়ে দেওয়া হয়েছে। তাঁদের পাল্টা দাবি উদ্ধব সরকারকে বদনাম করতেই এই সব খবর ছড়ানো হচ্ছে।