উদ্ধব ঠাকরের আবেগঘন বার্তা
শিবসেনার বিদ্রোহী দলের সঙ্গে বিজেপি যোগ স্পষ্ট হচ্ছে। একনাথ শিন্ডে বিদ্রোহের পর প্রথম সাংবাদিক বৈঠকে বলেন, বিদ্রোহী বিধায়করা শীঘ্রই মুম্বইয়ে ফিরবেন। তারপরেই উদ্ধব ঠাকরে বিদ্রোহী বিধায়কদের উদ্দেশ্যে বলেন, 'শিবসেনার প্রধান হিসেবে আমি আপনাদের নিয়ে উদ্বিগ্ন। গত কয়েদিন ধরে আপনারা নিজেদের বন্দি করে রেখেছেন। প্রতিদিন আপনারা নতুন নতুন তথ্য পাঠাচ্ছেন। আপনাদের কয়েকজনের সঙ্গে এখনও যোগাযোগ রয়েছে। আপনারা এখনও শিবসেনার হৃদয়ে বাস করছেন।' শিবসেনা প্রধান জানিয়েছেন, তিনি বিদ্রোহী বিধায়কদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। নিজের আবেগ তাঁদের জানিয়েছেন।
উদ্ধব ঠাকরে বলেন, 'আমি আপনাদের আবেগ বুঝতে পারছি। এখনও খুব বেশি দেরি হয়ে যায়নি। আপনারা আমার সঙ্গে বসে আলোচনা করতে পারেন। মানুষ ও শিব সৈনিকদের মনে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে তা দূর করা যেতে পারে। আলোচনায় বসে একসঙ্গে সমস্যা সমাধানের উপায় বের করব। শিবসেনা আপনাদের যে সম্মান দিয়েছে, তা আপনারা কোথাও পাবেন না।'
উদ্ধব ঠাকরেকে কটাক্ষ শিন্ডের
দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার পর মঙ্গলবার প্রথম সাংবাদিকদের সামনে হাজির হন শিবসেনা বিধায়ক একনাথ শিন্ডে। তিনি নিজেদের আসল শিবসেনা দাবি করেন। তিনি জানান, বালা সাহেব ঠাকরের হিন্দুত্বের আদর্শ মেনে চলেন তাঁরা। তাঁকে ৫০ জন বিধায়ক সমর্থন করেছেন বলে দাবি করেছেন। একনাথ শিন্ডে সংবাদিকদের বলেন, মহরাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বালা সাহেব ঠাকরের হিন্দুত্বের আদর্শকে লঙ্ঘন করেছেন। যাঁরা বালা সাহেব ঠাকরের হিন্দুত্বের আদর্শে বিশ্বাসী নন, তাঁদের সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেছেন শিবসেনা প্রধান। এই জোটে তাঁরা কোনওভাবেই থাকতে চান না।
শিন্ডের দিল্লি যাত্রা
শিবসেনার বিদ্রোহী বিধায়ক একনাথ শিন্ডের দিল্লি যাত্রা স্পষ্ট হয়ে গিয়েছে। দিল্লিতে শিন্ডে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করবেন। ইতিমধ্যে মহারাষ্ট্রের প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ দিল্লিতে গিয়েছেন। একনাথ শিন্ডের সঙ্গে ফড়নবীশ বৈঠক করতে পারেন বলে অনুমান। শিন্ডে সব বিদ্রোহী শিবসেনা বিধায়কদের সঙ্গে বিজেপি যোগ স্পষ্ট। তবে শিবসেনার বিদ্রোহীরা বিজেপিতে যোগ দেবেন না। তাঁরা আলাদা একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করবেন। তাঁরা বিজেপিকে সমর্থন দিয়ে সরকার গড়বেন বলে জানা গিয়েছে।