উত্তরবঙ্গে অতিপ্রবল বৃষ্টির পূর্বাভাস
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ২৮ জুন মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোন কোনও জায়গায় অতিভারী থেকে প্রবল বৃষ্টি হতে পারে। যেকারণে এই চার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি কালিম্পং এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি দুই জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ২৯ জুন বুধবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের সঙ্গে কালিম্পং-এও অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে কারণে জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া উত্তর ও দক্ষিণদিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।
দক্ষিণবঙ্গে আবহাওয়া একইরকম
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ২৯ জুন বুধবার সকালের মধ্যে কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে ২৯ জুন বুধবার পশ্চিমের জেলাগুলি বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে দক্ষিণবঙ্গের জেলাদুলিতে দিনের তাপমাত্রার পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্নতাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩৪.৬ ও ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯২%।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৬.৬ (২৬.৫)
বহরমপুর ২৬ (২৫.৪ )
বাঁকুড়া ২৫.৬ (২৫.৪)
বর্ধমান ২৪.৮ (২৪)
কোচবিহার ২৫.৪
দার্জিলিং ১৫.৪ ( ১৫.৮)
দিঘা ২৭.৯ (২৭ )
কলকাতা ২৬.৯ (২৬.৭)
দমদম ২৭ (২৬.৬)
কৃষ্ণনগর ২৭.৮ (২৭.৬)
মালদহ ২৭.৩ ( ২৬.৯ )
মেদিনীপুর ২৭.১ (২৬.৬)
শিলিগুড়ি ২৪.৭ (২৪.৫)
শ্রীনিকেতন ২৬ (২৫ )
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৩.৯)
বহরমপুর ( ৩৬.৪)
বাঁকুড়া (৩৩.১)
বর্ধমান (৩৪.৬)
কোচবিহার (৩২.১)
দার্জিলিং (২০.৪)
দিঘা ৩৬.৪
কলকাতা ৩৪.৬
দমদম ৩৫.৫
কৃষ্ণনগর ৩৪.৪
মালদহ (৩৪.৯)
মেদিনীপুর (৩৩.৬)
শিলিগুড়ি (৩১.৮)
শ্রীনিকেতন (৩৪.৪)