উদ্ধবকে প্যাঁচে ফেলতে কি এবার রাজ ঠাকরের শরণে শিন্ডে? কোন নতুন পরিকল্পনায় শান দিচ্ছে বিদ্রোহী শিবির

উদ্ধবের সঙ্গে সুসম্পর্ক নেই রাজ ঠাকরের। বালা সাহেবের মৃত্যুর পর রাজ ঠাকরে আলদা হয়ে গিয়েছিলেন। নতুন দল গড়েছিলেন। সূত্রের খবর রাজ ঠাকরের সঙ্গে নাকি কথা বলেছেন একনাথ শিন্ডে। উদ্ধবকে চাপে রাখতেই হয়তো রাজ ঠাকরের সাহায্য চাইছেন তিনি। রাজ ঠাকরের সঙ্গে একনাথ শিন্ডের কথা হয়েছে সেকথা নিশ্চিত করেছেন এমএনএস নেতারাই।

রাজ ঠাকরের সঙ্গে কথা শিন্ডের

শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে ক্রমশ চাপ বাড়াতে শুরু করেছেন বিদ্রোহীদের উপরে। সেকারণেই কি এবার রাজ ঠাকরের শরণে একনাথ শিন্ডে। সূত্রের খবর একনাথ শিন্ডে নাকি কথা ব মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরের সঙ্গে। এমএনএসের এক নেতা জানিয়েছে রাজ ঠাকরের সঙ্গে ফোনে ২ বার কথা হয়েছে শিন্ডের। সেখানে রাজ ঠাকরের স্বাস্থ্য কেমন রয়েছে তা জানতে চেয়েছেন তিনি। তবে কেবল যে একনাথ শিন্ডের রাজ ঠাকরের শরীর স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য ফোন করেছিলেন তা একেবারেই নয়। সেটা আর বলার অপেক্ষা রাখে না। সূত্রের খবর মহারাষ্ট্রের বর্তমান রাজনৈকিত পরিস্থিতি নিয়েই আলোচনা হয়েছে তাঁদের মধ্যে।

উদ্ধবদের বিরুদ্ধে বিস্ফোরক শিন্ডে

ইতিমধ্যই শিন্ডের সঙ্গে উদ্ধবের বিরোধ চরমে উঠেছে। প্রকাশ্যে উদ্ধব সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন শিন্ডে। তিনি বলেছেন আগাড়ি সরকার মুম্বই বিস্ফোরণের অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে। এমনকী দাউদ ইব্রাহিমের মত ডনকেও আড়াল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন শিন্ডে। উদ্ধব সরকার ইতিমধ্যেই বিদ্রোহী শিবসেনা বিধায়কদের উপরে চাপ বাড়াতে শুরু করেছে। শিন্ডে সহ ১২ জন বিধায়ককে বহিষ্কারের নোটিস পাঠিয়েছেন ডেপুটি স্পিকার।

সুপ্রিম কোর্টে শিন্ডে

মহারাষ্ট্রের ডেপুটি স্পিকারের বহিষ্কারের নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছে একনাথ শিন্ডে। আজই সেই মামলার শুনানি রয়েছে। শিন্ডের হয়ে আদালতে সওয়াল করবেন হরিশ শালভে। আর উদ্ধবের হয়ে ময়দানে নামছেন অভিষেক মনুসিংভি। মোটের উপর সুপ্রিম কোর্টে আজ হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। আর কিছুক্ষণের মধ্যেই সুপ্রিম কোর্টে শিন্ডের মামলার শুনানি শুরু হওয়ার কথা।

রাজ ঠাকরের সঙ্গে উদ্ধবের বিবাদকে কাজে লাগানোর চেষ্টা

রাজ ঠাকরের সঙ্গে শিন্ডের ফোনালাপকে সহজ চোখে দেখছে না রাজনৈতিক মহল। কারণ উদ্ধব ঠাকরের সঙ্গে যে রাজ ঠাকরের সুসম্পর্ক নেই সেকথা সকলেরই জানা। বাল ঠাকরের মারা যাবার পর থেকেই তাঁদের সম্পর্কে চিড় ধরেেছ। শিবসেনা থেকে বেরিয়ে এসে নিজের দল গড়েছেন রাজ ঠাকরে। কিন্তু এক প্রকার কোন ঠাসা রাজ ঠাকরে। পার্টির তেমন শক্তিও নেও। শিবসেনার আগ্রাসী মতবাদে বিশ্বাসী রাজঠাকরে। সেকারণেই হয়তো তাঁর সমর্থন পাওয়ার চেষ্টা চালাচ্ছেন শিন্ডে।

আজ সুপ্রিম কোর্টে ভাগ্য নির্ধারণ শিন্ডের, উদ্ধবের কোপ থেকে রক্ষা পেতে কোন পন্থা নেবেন বিদ্রোহীরাআজ সুপ্রিম কোর্টে ভাগ্য নির্ধারণ শিন্ডের, উদ্ধবের কোপ থেকে রক্ষা পেতে কোন পন্থা নেবেন বিদ্রোহীরা

More MAHARASHTRA POLITICAL CRISIS News  

Read more about:
English summary
Shiv sena leader Eknath Shindey talk with MNS chief Raj Thackeray