Jordan Gas Leak: ভয়াবহ ঘটনার কবলে পশ্চিমের দেশ জর্ডন। বিষাক্ত toxic gas ছড়িয়ে পড়ার খবর সামনে আসছে। অকাবা শহরে ভয়াবহ এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। ভয়ঙ্কর বিষাক্ত এই গ্যাস ছড়িয়ে পড়ার কারণে এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।
শুধু তাই নয়, ঘটনায় ২৫০ জনেরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর বলে জানা যাচ্ছে। ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
সে দেশের সরকারি সংবাদ মাধ্যম জর্ডন টিভি জানাচ্ছে, একের পর এক হাসপাতালে আসছেন রোগীরা। তবে কীভাবে এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। তবে সে দেশের সুরক্ষা সংস্থা জানাচ্ছে, সম্ভবত গ্যাস ট্যাঙ্কে পরিষ্কারের সময়ে বিষাক্ত ওই গ্যাস লিক হতে শুরু করে। তবে ট্যাঙ্কারে কী ধরনের সামগ্রী রাখা ছিল তা এখনও জানা যায়নি বলেই খবর। তবে পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। কীভাবে এত বড় দুর্ঘটনা ঘটল সবটাই খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাস্থলে বিশেষজ্ঞদের পাঠানো হচ্ছে বলেও জানা যাচ্ছে। অন্যদিকে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর স্থানীয় প্রশাসন গোটা এলাকাটি সিল করে দিয়েছে। খালি করে দেওয়া হয়েছে গোটা এলাকা। স্থানীয় আরও এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। যারা ওই এলাকায় বাড়িতে রয়েছেন তাঁদের আপাতত বাইরে না আসার কথা বলা হয়েছে। ঘরেই থাকার কথা বলা হয়েছে। তবে গোটা এলাকা জুড়ে ভয়ঙ্কর ভাবে গ্যাস ছড়িয়ে পড়ার কারণে গোটা এলাকায় এই মুহূর্তে বিপদ বেড়েছে বলে মনে করছে বিশেষজ্ঞরা।
তবে এর প্রভাব কাটানোর জন্যে বিভিন্ন ব্যবস্থা বিশেষজ্ঞরা নিচ্ছেন বলেই খবর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। এমনকি এলাকা জুড়ে তীব্র আতঙ্ক কাজ করছে বলেই জানা যাচ্ছে। তবে স্থানীয় প্রশাসন বিষটি খুবই গুরুত্ব দিয়ে দেখছে বলেই খবর।