আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে সাত উইকেটে জয় তুলে নিয়েছে ভারত। বৃষ্টি বিঘ্নিত ১২ ওভারের ম্যাচে ভারতের এই জয়ের অন্যতম রূপকার ভুবনেশ্বর কুমার। তিন ওভারে ১৬ রান খরচ করে একটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন ভুবি। একটি মেডেন ওভারও করেন তিনি।
আয়ারল্যান্ডের হয়ে ইনিংস ওপেন করেন অধিনায়ক অ্যান্ডিউ বালবার্নি এবং পল স্টার্লিং। ভারতের হয়ে বোলিং ওপেন করেন ভুবি। ম্যাচের প্রথম যে বলটি ভুবনেশ্বর করেন স্টার্লিং'তে তা মাথা ঘুরিয়ে দেয় দর্শকদের, প্রত্যেককে বিভ্রান্ত করে তোলে। কারণ ততক্ষণে স্পিডোমিটারে সেই বলেও গতি দেখিয়েছে ২০১ কিমি/ঘণ্টা। এর পরবর্তী বলে বালবার্নি শূন্য রানে বোল্ড করে প্যাভিলিয়নে পাঠান ভুবি।
স্পষ্টতই এত দ্রুত গতিতে বোলিং করা মানব শরীরের পক্ষে সম্ভব নয় এবং এটি টেকনিক্যাল ত্রুটির কারণেই এমনটা দেখিয়েছে। স্পিডোমিটারের ত্রুটি মাঝরাতে টিভির পর্দায় চোখ রাখা নেটিজেনদের মজার উপাদানের জোগান দেয়।
Bhuvneshwar Kumar was bowled at 200+ KPH during the 1st T20 against Ireland at Dublin. #IREvIND pic.twitter.com/ZnIJAHYf1z
— Cricket insect (@000insect) June 27, 2022
এক সমর্থক লেখেন, "কে শেয়োব আখতার, কে উমরান মালিক? ভুবি এই মাত্র ইতিহাসে দ্রুততম বলটি করল।"
Shoaib Akhtar, Umran Malik who??? Bhuvi just bowled the fastest ball ever.🤣🤣 Real pic, just took ss pic.twitter.com/2wDDDJQ6gK
— Usama Kareem (@UsamaKarem2) June 26, 2022
অপর এক নেটিজেন লেখেন, "২০৮ কিমি/ঘণ্টা বেগে ভুবি বোলিং করছে।"
#IREvIND
— A (@AppeFizzz) June 26, 2022
Bhuvi bowling with 208 km/h 😭😭😭 pic.twitter.com/e9pTkYT5nb
আরেক জন লেখেন, "অধিনায়ক রোহিত শর্মা জানেন কী ভাবে ক্রিকেটারদের মধ্যে থেকে সেরাটা বের করে আনতে হয়। এই ঘটনার পর ভুবি অপ্রতিরোধ্য।"
Captain Rohit Sharma knows how to bring the best out of their players.
— HITMAN (@CaptainRo45) June 27, 2022
Bhuvi is unstoppable since that incident. #IREvIND pic.twitter.com/0YcxXHbw0H
উল্লেখ করার প্রয়োজন পড়ে না যে কিংবদন্তি পাকিস্তানি পেসার শোয়েব আখতার দ্রুততম বলটি করেছেন ক্রিকেটের ইতিহাসে। ১৬১.৩ কিমি/ঘণ্টা বেগে বোলিং করেছিলেন শোয়েব।
প্রথমে ব্যাটিং করে ১২ ওভারে ১০৮/৪ রান তোলে আয়াকল্যান্ড। জবাবে ভারত ৯.২ ওভারে সাত উইকেট হাতে নিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়।