IND vs IRE: তিনটি সোয়েটার জড়িয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন যুজবেন্দ্র চাহালা!

এমনিতেই ঠান্ডার জায়গা ডাবলিন। ফলে গ্রীষ্ম প্রধান ভারত থেকে একেবারেই ঠান্ডার পরিবেশে পৌঁছে মানিয়ে নিতে যুজবেন্দ্র চাহালদের সমস্যা হবে তা জানাই ছিল। যদিও বা মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন ক্রিকেটাররা কিন্তু ম্যাচের আগে বৃষ্টি চলে আসায় অনেকটাই নেমে যায় পারদ।

তবে, দু'ঘণ্টা দেরিতে আট ওভার কমিয়ে ১২ ওভারের ম্যাচ শুরু হলেও জিততে সমস্যা হয়নি ভারতের। টিম ইন্ডিয়ার হয়ে এই ম্যাচে ভাল পারফর্ম করেছেন যুজবেন্দ্র চাহাল। তিন ওভার বোলিং করে মাত্র ১১ রান খরচ করে একটি উইকেট তুলে নেন তিনি।

এই পরিবেশে যেখানে স্পিন বোলিং সহায়ক নয় পরিস্থিতি সেখানে ভাল পারফর্ম করার জন্য ম্যাচের সেরা বেছে নেওয়া হয় যুজবেন্দ্রকে। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চাহাল বলেন, "খুব কঠিন (এই রকম শীতল পরিবেশে বোলিং করা)। ফিঙ্গার স্পিনারের মতো আজ লাগছিল। অনেক সময়ে এটা কঠিন হয়ে পড়ে কিন্তু আপনাকে সব পরিবেশের সঙ্গেই মানিয়ে নিতে হবে।" এ দিন মজার ছলে চাহাল বলেন, "আমি একে বারেই ঠিক নেই। তিনটে সোয়াটার পড়ে রয়েছে এই মুহূর্তে।"

এ দিন আয়ারল্যান্ড সফরে ভারতের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার প্রশংসাও করেন চাহাল। তিনি বলেন, "হার্দিক আমাকে নিজের মতো পরিকল্পনা করে তা বাস্তবায়িত করার স্বাধীনতা দিয়েছে।" এ দিন হার্দিকের মুখে শোনা গিয়েছে চাহাল এবং ভুবনেশ্বর কুমারের প্রশংসা। তিনি বলেছেন, "ভুবি টপ ক্লাস বোলার এবং একই বিষয় চাহালের ক্ষেত্রেও। ম্যাচ উইনার, শুধু ওর হাতে বল তুলে দিয়ে বলে দিন তুমি যেমন খুশি বোলিং করো। ও আপনাকে ম্যাচ জিতেয়ে দেবে।"

এই ম্যাচের সেরা হতে পারতেন ভুবনেশ্বর কুমারও। ৩ ওভার বোলিং করে ১৬ রান খরচ করে ১ উইকেট নেন তিনি। ভুবি একটি মেডেন ওভারও করেছেন। তবে, একই সংখ্যক ওভার বোলিং করে মেডেন না পেলেও ভুবির থেকেও কম রান দিয়ে ১ উইকেট পাওয়ায় হয়তো চাহালকেই সেরা বেছে নেওয়া হয়েছে।

More YUZVENDRA CHAHAL News  

Read more about:
English summary
Yuzvendra Chahal said he was wering three sweaters jokingly during presentation ceremony. He was selected as the player of the first t20i against Ireland.
Story first published: Monday, June 27, 2022, 11:50 [IST]