তাজিকিস্তানের জাতীয় ফুটবলার নুরিদ্দিন দাভরোনভ'কে সই করাল মহমেডান স্পোর্টিং। দাভরোনভ'কে এক বছরের চুক্তিতে সই করিয়েছে সাদা-কালো ব্রিগেড। নুরিদ্দিন আসায় ২০২২-২৩ মরসুমে মহমেডানের মাঝমাঠ অনেকটাই শক্তিশালী হল।
তাজিকিস্তানের এই ফুটবলার নিজের দেশ ছাড়াও সার্বিয়া, বুলগেরিয়া এবং ইন্দোনেশিয়ার সর্বোচ্চ লিগে খেলেছেন। ২০১৭ এএফসি কাপের ফাইনাল খেলেছিলেন তিনি এফসি ইস্তিকলোলের হয়ে। এশিয়া ক্লাব ফুটবলের অন্যতম সেরা এই ডিফেন্সিভ মিডফিল্ডার জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ৫০টি ম্যাচ খেলেছেন। একটা সময়ে দীর্ঘ দিন তাজিকিস্তান দলের অধিনায়ক হিসেবে দায়িত্বল সামলেছেন ৩১ বছর বয়সী এই ফুটবলার।
লোকোমোটিভ মস্কোর অ্যাকাডেমি থেকে উঠে আসা এই ফুটবলার দক্ষিণ কোরিয়ায় ২০০৭ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশ নিয়েছিলেন। ২০০৮ থেকে মূল তাজিকিস্তান জাতীয় দলের হয়ে তিনি খেলছেন। আগামী সপ্তাহেই কলকাতায় চলে আসার কথা এই তাজিক ফুটবলারের।
এই বিদেশির পাশাপাশি তরুণ ডিফেন্ডার ভানলালজুইডিকা চাকচুয়াক'কে সই করিয়েছে মহমেডান স্পোর্টিং। মিজোরামের ২৪ বছর বয়সী এই ফুটবলারকে আই লিগের দল সুদেভা দিল্লি থেকে সই করিয়েছে শতাব্দী প্রাচীন ক্লাবটি। সুদেভার হয়ে ২০২১-২২ আই লিগে ১৭টি ম্যাচে ১টি গোল করেন এই মিজো ফুটবলার। সুদেভা ছাড়াও আইজল এফসি'র হয়ে খেলেছেন এই পাহাড়ি ফুটবলার। ২০২০-২১ মরসুমে আইজলের হয়ে ১০টি ম্যাচে খেলেছিলেন ভানলালজুইডিকা। এর আগে আইজলের অপর ক্লাব চিঙ্গা ভেং এফসি'র হয়ে খেলেন ২৪ বছর বয়সী এই ফুটবলার। চিঙ্গা ভেং মিজোরাম প্রিমিয়ার লিগ এবং আই লিগ দ্বিতীয় ডিভিশনে খেলে।