|
ভারতের ফিল্ডিং
মালাহাইডে কখনও রোদ উঠছে, কখনও বার আকাশ ঢাকছে কালো মেঘে। বৃষ্টির আশঙ্কা থাকায় টস মিনিট দশেক দেরিতে হয়েছে। তবে ম্যাচেও বৃষ্টি থাবা বসাতে পারে। টস জিতে সে কারণেই ফিল্ডিং নিয়েছেন ভারত অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। ভারতীয় দলে অভিষেক হচ্ছে উমরান মালিকের। আইপিএলে বিধ্বংসী বোলিংয়ের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজের দলে থাকলেও প্রথম একাদশে সুযোগ পাননি উমরান। আজ ভারতীয় দলের হেড কোচ হিসেবে ভিভিএস লক্ষ্মণেরও প্রথম ম্যাচ। রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণাধীন ভারতের টেস্ট দল রয়েছে ইংল্যান্ডে। ফলে লক্ষ্মণ-হার্দিক জুটির রণকৌশলের দিকে নজর থাকবে। আয়ারল্যান্ডকে এর আগে তিনটি টি ২০ আন্তর্জাতিকেই হারিয়েছে ভারত। গত টি ২০ বিশ্বকাপের পর এই প্রথম কোনও পূর্ণ সদস্য দলের বিরুদ্ধে সিরিজ খেলতে নামছেন আইরিশরা।
|
তিনবারই জিতেছে ভারত
ভারত ও আয়ারল্যান্ড টি ২০ আন্তর্জাতিকে প্রথম মুখোমুখি হয়েছিল ২০০৯ সালের টি ২০ বিশ্বকাপে। ভারত সেই ম্যাচ জিতেছিল ৮ উইকেটে। ২০১৮ সালে মালাহাইডে ভারত জিতেছিল যথাক্রমে ৭৬ ও ১৪৩ রানে। পরিসংখ্যান বলছে, মালাহাইডে শেষ পাঁচটি টি ২০ আন্তর্জাতিকের তিনটিতেই ১৮০-র বেশি রান তুলেছিল প্রথমে ব্যাট করা দল। আজও ম্যাচ হাই স্কোরিং হবে বলে মনে করা হচ্ছে।
|
হার্দিক মুখিয়ে দেশকে নেতৃত্ব দিতে
টস জিতে হার্দিক বলেন, প্রথমে ব্যাটিংয়ের পরিকল্পনা থাকলেও যেহেতু বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং আকাশ মেঘলা সে কারণেই প্রথমে ফিল্ডিং নিচ্ছি। দেশকে নেতৃত্ব দেওয়া সব সময়ই স্পেশ্যাল। সকলেই স্বাধীনভাবে যাতে খেলতে পারেন তা নিশ্চিত করাই অধিনায়ক হিসেবে আমার লক্ষ্য থাকবে। আয়ারল্যান্ড অধিনায়ক বালবির্নিও বলেন, টস জিতলে তিনিও ফিল্ডিংই নিতেন। উইকেট ভালো, তাই পর্যাপ্ত রান তোলাই লক্ষ্য। ভারতের মতো শক্তিধর দেশের বিরুদ্ধে ভালো খেলার বিষয়ে প্রত্যয়ী আয়ারল্যান্ড। অভিষেক হচ্ছে কনর অলফার্টের। এদিকে, টসের পরেই বৃষ্টি নেমেছে। ফলে ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হওয়া নিয়ে সংশয় তৈরি হয়। কিন্তু একটু পরে বৃষ্টি থেমেও দিয়েছে।
|
নজরে একাদশ
এবার একনজরে দেখে নেওয়া যাক দুই দলে কারা রয়েছেন:
ভারত- ঈশান কিষাণ, ঋতুরাজ গায়কোয়াড়, সূর্যকুমার যাদব, দীপক হুডা, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, উমরান মালিক, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, যুজবেন্দ্র চাহাল
আারল্যান্ড- পল স্টার্লিং, অ্যান্ডি বালবির্নি (অধিনায়ক), গ্যারেথ ডেলানি, হ্যারি টেক্টর, লরকান টাকার (উইকেটকিপার), জর্জ ডকরেল, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাডায়ার, ক্রেগ ইয়ং, জশ লিটল, কনর অলফার্ট