কোনওভাবেই অযোগ্য ঘোষণা করা যাবে না
বৃহস্পতিবার একনাথ শিন্ডে-সহ শিবসেনার ১২ বিধায়ককে অযোগ্য ঘোষণার দাবি করে ডেপুটি স্পিকারকে চিঠি দিয়েছিল উদ্ধব ঠাকরে শিবির। যা নিয়ে কটাক্ষ করেছেন একনাথ শিন্ডে। তিনি বলেছেন এদিন তাঁদের শিবিরে আরও বিধায়ক যোগ দিতে চলেছেন। ফলে তাঁদের দিকের বিধায়ক সংখ্যা ৫০ ছুঁয়ে ফেলবে। ফলে সংখ্যা তাদের সঙ্গে থাকায় কোনওভাবেই অযোগ্য ঘোষণা করা যাবে না, বলেছেন একনাথ। তবে বিধায়কদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি চেষ্টার অভিযোগ তিনি করেছেন। পাশাপাশি তিনি বলেছেন, খুব শীঘ্রই তাঁরা রাজ্যপালের সঙ্গে দেখা করবেন।
প্রতীক নিয়ে সিদ্ধান্ত নেবেন
বিদ্রোহ ঘোষণার পরেই একনাথ শিন্ডে অভিযোগ করেছিলেন, দল হিন্দুত্বের মতাদর্শ ত্যাগ করেছে। এছাড়াও এমভিএ-র আরও দুই অংশীদার শিবসেনাকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে বলেো মন্তব্য করেছিলেন একনাথ। সেই পরিস্থিতিতে নিজেদেরকে শিবসেনার প্রতিষ্ঠাতা বালা সাহেবের প্রকৃত উত্তরাধিকার এবং আসন শিবসেনা বলে দাবি করেছে একনাথ শিন্ডে শিবির। পাশাপাশি দলের নির্বাচনী প্রতীকের ওপরেই জোর দিচ্ছেন। একনাথ বলেছেন, দলের বিদ্রোগে বিজেপির কোনও হাত নেই। উদ্ধব শিবিরের চার এড়ানোর জন্যই বিধায়কদের নিয়ে গুয়াহাটিতে আসা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
উদ্ধব শিবিরের তরফে একনাথ-সহ ১২ বিধায়ককে অযোগ্য ঘোষণার দাবি প্রসঙ্গে একনাথ শিন্ডে বলেছেন, তিনি (উদ্ধব) এই দাবি করতে পারেন না, কেননা তিনি নিজেই সংখ্যালঘু। নোটিশ পাওয়া প্রসঙ্গে তিনি বলেছেন, এতে তিনি ভীত নন, উদ্ধব ঠাকরে যদি চান আরও ১০ নোটিশ পাঠাতে পারেন।
রাজ্যপাল কিংবা অধ্যক্ষের সামনে শক্তি প্রদর্শন
বিদ্রোহী বিধায়কদের মধ্যে অন্যতম দীপক কেশরকার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, যদি একশান শিন্ডে বলেন, তাহলে তাঁরা মহারাষ্ট্রে যাবেন এবং রাজ্যপাল কিংবা বিধানসভার স্পিকারের সামনে গিয়ে শক্তি প্রদর্শন করবেন। গুয়াহাটি বিধায়কদের ভয় দেখিয়ে রাখা হয়েছে, উদ্ধব শিবিরের দাবির প্রেক্ষিতে একনাথ শিবির বলেছেন, চাপের খেলা চলছিল বলেই তাঁরা বিধায়কদের নিয়ে গুয়াহাটি গিয়েছেন।
শিবসেনাকে নির্মূল করতে চাইছে
মহারাষ্ট্রের বর্তমান রাজনৈতিক সংকটের মধ্যে বিদ্রোহী শিবসেনা বিধায়ক সঞ্জয় শিরসাত বলেছেন, কংগ্রেস এবং জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি উভয়েই মহারাষ্ট্র থেকে শিবসেনাকে রাজনৈতিকভাবে নির্মূল করতে চাইছে। অন্যদিকে বিজেপি শিবসেনার অভ্যন্তরে রাজনৈতিক লড়াইয়ের চূড়ান্ত ফলের অপেক্ষায় রয়েছে।