মহারাষ্ট্র সঙ্কটের মধ্যেই জাতীয় নির্বাহী'র বৈঠক ডাকল শিবসেনা। আজ শুক্রবার পরিস্থিতি নিয়ে এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। প্রায় দু'ঘন্টার বেশি সময় ধরে দুজনের বৈঠক হয়। যেখানে একাধিক বিষয় উঠে আসে বলে জানা যাচ্ছে।
আর এই অবস্থায় আগামীকাল শনিবার ফের বৈঠক ডাকা হয়েছে। দুপুর একটা থেকে শিবসেনা ভবনেই এই বৈঠক হওয়ার কথা রয়েছে বলেই খবর। পরিস্থিতি বিচার করে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কার্যত ভবিষ্যৎ রণকৌশল কি হবে তা নিয়েই জাতীয় নির্বাহী'র বৈঠকে আলোচনা করতেন পারেন সেনা সুপ্রিমো।
বলে রাখা প্রয়োজন, সঙ্কটের পরিস্থিতিতে আজ শুক্রবার আরও একটি বৈঠক করেন উদ্ধব ঠাকরে। যেখানে দলের জেলা নেতৃত্ব উপ্সথিত ছিল। আর সেই বৈঠক থেকে বিদ্রোহী বিধায়কদের কড়া সমালোচনা করা হয়। বলে রাখা প্রয়োজন, বিদ্রোহী বিধায়কদের চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সেনার তরফে।
শিবসেনা প্রধান জানিয়েছেন, বিদ্রোহী বিধায়কদের হাতে ২৪ ঘন্টা আর সময় আছে। এর মধ্যে ফিরে আসলে ভালো, না হলে সম্পূর্ণ ভাবে আলোচনার রাস্তা বন্ধ হবে বলে হুশিয়ার ঠাকরের। এমনকি আইনের পথে হাঁটতে পারে ঠাকরে সরকার।
ইতিমধ্যে বিধানসভায় পৌঁছেছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। ফলে আইনের পথে যে সরকার হাঁটতে চলেছে তা কার্যত স্পষ্ট। ১৬ বিধায়কের বিরুদ্ধে ইতিমধ্যে সেনার তরফে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। কীভাবে বা কোনপথে ব্যবস্থা নেওয়া সম্ভব তা নিয়ে আলোচনা করতেই সম্ভবত বিধানসভায় আসা আইনজীবীর।
#WATCH | Maharashtra Advocate General Ashutosh Kumbhakoni has been called by Assembly Secretariat to seek legal opinion on the current political crisis which includes the disqualification of 16 rebel MLAs, as pleaded by Shiv Sena.#MaharashtraPoliticalTurmoil pic.twitter.com/T3ODFokNEq
— ANI (@ANI) June 24, 2022
অন্যদিকে আইনের পথে হাঁটতে পারেন বিদ্রোহী শিন্ডেও। এমনটাই খবর। এক সংবাদমাধ্যমে'র খবর অনুযায়ী, সেনার এই বিদ্রোহী বিধায়ক আজ শুক্রবার এক আইনি বিশেষজ্ঞের সঙ্গে দেখা করেছেন। এদিন দুপুরে কিছুক্ষণের জন্যে বের হন শিন্ডে। মনে করা হয়েছিল যে সম্ভবত মুম্বইতে ফিরছেন তিনি। কিন্তু পরে জানা যায়, এক আইনজীবীর সঙ্গে এদিন দেখা করে কার্যত আইনি পরামর্শ নিয়েছেন সেনার এই বিধায়ক।
অন্যদিকে জানা যাচ্ছে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে আগামীকাল শনিবার ফের একবার মুখোমুখি হতে পারেন শরদ পাওয়ার এবং মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এদিনের বৈঠকে তাৎপর্য ভাবে উপস্থিত ছিলেন অজিত পাওয়ার সহ একাধিক শীর্ষ নেতারা। একদিকে যখন পরিস্থিতি সামলাতে হিমশিম অবস্থা মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সহ মিত্র দলগুলি'র। সেখানে শিণ্ডে শিবিরে ক্রমশ ভিড় বাড়ছে বিদ্রোহীদের। পরিস্থিতি যা তাতে ৫০ জন বিধায়কের সমর্থন ইতিমিধ্যে জুটিয়ে নিয়েছেন শিন্ডে এন্ড কোং।