আসন্ন কমনওয়েলথ গেমসের জন্য ১৮-সদস্যের দল ঘোষণা করল হকি ইন্ডিয়া। ২৮ জুলাই থেকে বর্মিংহ্যামে কমনওয়েলথ গেমস আয়োজিত হবে। পুল 'এ'তে রয়েছে ভারত। ভারত ছাড়াও এই পুলে রয়েছে আয়জক দেশ ইংল্যান্ড, কানাডা, ওয়েলস এবং ঘানা। ২৯ জুলাই ঘানার বিরুদ্ধে ম্যাচ দিয়ে কমনওয়েলথে অভিযান শুরু করবে ভারতীয় মহিলা দল।
এই দলকে নেতৃত্ব দেবেন সবিতা এবং সহ অধিনায়ক হিসেবে রয়েছে ডিফেন্ডার দীপ গ্রেস এক্কা। ইংল্যান্ডের বিরুদ্ধে ব্রোঞ্জ মেডেল ম্যাচে হেরে ২০১৮ গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে চতুর্থ স্থানে শেষ করেছিল ভারত। এফআইএইচ প্রো লিগে তৃতীয় স্থানে শেষ করেছে ভারতের মহিলা দল। আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডসের পরই জায়গা করে নিয়েছে ভারতের মেয়েরা। টোকিও অলিম্পিকে অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছে ভারতের মেয়েদের। ব্রোঞ্জ পদকের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে অলিম্পিকে পদক জেতার স্বপ্নের পতন ঘটে এই মহিলা দলের।
Cristiano Ronaldo: ট্রান্সফার মার্কেটে সচল নয় ক্লাব, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়তে পারেন সিআর সেভেন
দল নির্বাচনের বিষয়ে ভারতীয় মহিলা দলের প্রশিক্ষক জানিকি স্কুপম্যান বলেছেন, "কমনওয়েলথ গেমসের জন্য অভিজ্ঞ দলটাই বেছে নিয়েছি আমরা। এই খেলোয়াড়রাও বিশ্বাস করে ওদের কাছে দারুণ সুযোগ রয়েছে পদক জেতার। এফআইএইচ প্রো লিগে ভাল পারফরম্যান্সের পর গোটা দলের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে এবং ওরা জানে ওদের উপর প্রত্যাশাও অনেক বেশি। বিশ্বকাপ শেষ হওয়ার কিছু দিন পরই কমনওয়েলথ গেমসে নামবো আমরা। মাত্র দশ দিনের রিকভারি সেশন থাকবে দু'টি প্রতিযোগীতার মধ্যে। তাই শরীরীভাবে মজবুদ দলকেই বেছে নিতে হয়েছে।"
১৮ সদস্যের মহিলা দল:
সবিতা (অধিনায়ক), রজনী ইতিমারপু, দীপ গ্রেস এক্কা (সহ অধিনায়ক), গুরজিৎ কৌর, নিক্কি প্রধান, উদিতা, নিশা, সুশীলা চানু পুখরামবাম, মনিকা, নেহা, জ্যোতি, নভজৎ কৌর, নিশা, সালিমা টিটে, বন্দনা কাটারিয়া, লালরেমসিয়ামি, নভনীত কৌর, শর্মিলা দেবী, সঙ্গীতা কুমারী