নদীতে পুণ্য স্নান করছিলেন স্বামী - স্ত্রী। সঙ্গে পবিত্র চুম্বন। স্নান পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তা বলে চুম্বন আবার সরযূ নদীতে। রাম জন্মস্থান, সেখান স্নানরত অবস্থায় চুম্বন ! না এসব তো মানা যায় না। ব্যাস, ভক্তদের রোষানলে পরে গেলেন যুগল। জানা গিয়েছে মারধোর করা হয়েছে ওই ব্যক্তিকে।
উত্তরপ্রদেশের অযোধ্যায় সরযূ নদীতে স্ত্রীর সঙ্গে স্নান করতে গিয়ে এক ব্যক্তিকে মার খেল একদল লোকের কাছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরায়ু নদীতে স্নান করার স্ত্রীকে চুম্বন করার জন্য ওই ব্যক্তিকে গালিগালাজ করা হয় এবং মারধর করা হয়।
ঘটনার একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে ওই ব্যক্তিকে তার স্ত্রীর কাছ থেকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে এবং আশেপাশের বেশ কয়েকজন পুরুষ তাকে মারধর করছে।একজনকে বলতে শোনা যায়, "অযোধ্যায় এমন অশ্লীলতা বরদাস্ত করা হবে না।" ওই মহিলা তার স্বামীকে রক্ষা করার চেষ্টা করে কিন্তু তা করতে তিনি করতে পারেননি। দম্পতিকে শেষ পর্যন্ত জল থেকে তুলে নিয়ে আসে। তারপর সেই স্থান থেকে করে দেয় জনতা।
এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এক পুলিশ কর্মকর্তা বলেছেন যে ঘটনার সঠিক তারিখ এখনও নিশ্চিত যায়নি যদিও কিছু লোক দাবি করেছে যে মঙ্গলবার রাম কি পাউদি ঘাটে এই ঘটনাটি ঘটে। ওই কর্মকর্তা জানান, তারা এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাননি। অফিসার বলেছেন , "তবে, আমরা বিষয়টি তদন্ত করছি এবং দম্পতি এবং তাদের উপর হামলাকারী দুর্বৃত্তদের খুঁজে বের করার চেষ্টা করছি,"সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) শৈলেশ পান্ডে বলেছেন, "বিষয়টি তদন্ত করা হচ্ছে।"
চলতি মাসে ,পয়লা জুন 'শিলা পূজন' অনুষ্ঠানে গর্ভগৃহের ভিত্তিপ্রস্তর স্থাপন হয় সরযূ নদীর তীরে অবস্থিত রাম মন্দিরের। সেদিন ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন যোগী আদিত্যনাথ। তিনি বলেছিলেন , ''সফল হয়েছে ৫০০ বছরের সংগ্রাম। শীঘ্রই রামমন্দির নির্মাণের কাজ শেষ হবে অযোধ্যায় ।'' যোগী সেদিন মহাবিতর্কিত রামমন্দির আন্দোলনে বিশ্ব হিন্দু পরিষদের প্রয়াত নেতা অশোক সিঙ্ঘলের ভূমিকার কথাও বার বার করে বলেছিলেন। সেদিনের সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য এবং শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পদাধিকারিরা।
আরও আগে ২০২০-সালের অগস্ট মাসে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট আয়োজিত রামমন্দিরের শিলান্যাস কর্মসূচিতে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্দিরের ভূমিপূজন করে ৪০ কিলোগ্রাম ওজনের ইট গেঁথে মন্দিরের শিলান্যাস করেছিলেন নরেন্দ্র মোদী।