Weather Update: উত্তরবঙ্গের জন্য ফের কমলা সতর্কতা! দক্ষিণবঙ্গে কোথায় কেমন বৃষ্টি, আবহাওয়ার পূর্বাভাস একনজরে

আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গে (North Bengal) হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা একেবারে উত্তরের ৫ জেলায়। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া (Weather) দফতরের। তবে দক্ষিণবঙ্গে (South Bengal) মৌসুমী বায়ু (South West Monsoon) এই মুহূর্তে দুর্বল।

উত্তরবঙ্গের ৩ থেকে ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ২৪ জুন শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৫ জুন শনিবার সকালের মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে ২৫ জুন শনিবার থেকে আলিপুরদুয়ার এবং কোচবিহারে প্রবল বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাসে বলা হয়েছে, ২৫ জুন অর্থাৎ শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও ভারী কিংবা একটানা বৃষ্টির পূর্বাভাস নেই। কেননা দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু দুর্বল। যে কারণে কোনও সিস্টেমও নেই। আপাতত কোথাও দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।

কলকাতায় মেঘলা আকাশ, বজ্রবিদ্যুতের সম্ভাবনা

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা ও আশপাশের এলাকায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০%।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩২.১)
বহরমপুর (৩৫.৬)
বাঁকুড়া (৩৩.৭)
বর্ধমান (৩৪.৪)
কোচবিহার (৩৪.১)
দার্জিলিং (২২.২)
দিঘা (৩৫.৯)
কলকাতা (৩১.৮)
দমদম (৩২.৭)
কৃষ্ণনগর (৩২.৪)
মালদহ (৩৩.১)
মেদিনীপুর (৩২)
শিলিগুড়ি (৩৩.৯)
শ্রীনিকেতন (৩৪)

বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে দক্ষিণ পশ্চিম বায়ু উত্তর-পূর্ব এবং সংলগ্ন এলাকায় ঢুকছে। যে কারণে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে আগামী ৫ দিন বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির সম্ভাবনা
রয়েছে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, বিদর্ভ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোঙ্কন, গোয়া, গুজরাত, কর্নাটক, কেরল, মাহে এবং মঘ্য মহারাষ্ট্রে।

জলবায়ুর পরিবর্তনের জের! ভয়াবহ বন্যায় ভাসছে অসম-বাংলাদেশ জলবায়ুর পরিবর্তনের জের! ভয়াবহ বন্যায় ভাসছে অসম-বাংলাদেশ

More WEATHER News  

Read more about:
English summary
Latest weather updt and forecast of monsoon in Kolkata and West Bengal for 23 June 2022 in Bengali