মাতশ্রীতে উদ্ধব
গতকালই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন উদ্ধব ঠাকরে। তারপরেই তিনি মুখ্যমন্ত্রীর বাসভবন ছেড়ে মাতশ্রীতে ফিরে যান। তাতেই আরও মহারাষ্ট্রের আগাড়ি সরকারকে নিয়ে অনিশ্চয়তার মেঘ তৈরি হয়েছে। শিবসেনা দাবি করে চলেছে সরকার টিকিয়ে রাখার মত সমর্থন তাঁদের কাছে আছে। মাতশ্রীতে ফিরে দফায় দফায় জরুরি বৈঠক করছেন উদ্ধব ঠাকরে। কীভাবে আগাড়ি সরকারকে টিকিয়ে রাখা যায় তার পরিকল্পনাই চলছে বলে খবর। এদিকে কংগ্রেস এবং এনসিপি বিধায়কদের সঙ্গেও কথা বলেছেন উদ্ধব ঠাকরে।
শিন্ডের সমর্থন বাড়ছে
উদ্ধব ঠাকরে মাতশ্রীতে ফিরে যেতেই অনিশ্চয়তার মেঘ ঘনাতে শুরু করেছে আগাড়ি সরকারের আকাশে। পরিস্থিতি বিবেচনা করে অনেকেই শিন্ডের শরনে যাচ্ছেন। সূত্রের খবর আরও চার শিবসেনা বিধায়ক যোগ দিেয়ছেন শিন্ডের শিবিরে। গুয়াহাটিতে গিয়ে তাঁরা বৈঠক করেছেন শিন্ডের সঙ্গে। গুয়াহাটিতে যে হোটেলে শিন্ডে এবং তাঁর অনুগামীদের রাখা হয়েছে সেখানে দফায় দফায় বৈঠক চলছে। পরবর্তী পদক্ষেপ কি হবে তা নির্ধারণ করতেই শিন্ডে বিদ্রোহী বিধায়কদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন বলে মনে করা হচ্ছে।
কী দাবি করলেন রাউত
যাঁরা এখনও উদ্ধবের সঙ্গে রয়েছেন তাঁদের সমর্থন টিকিয়ে রাখার মরিয়া চেষ্টা চালাচ্ছেন তিনি। এদিকে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত দাবি করেছেন একনাথ শিন্ডে এবং বিদ্রোহী শিবসেনা বিধায়কদের সঙ্গে লাগাতার যোগাযোগ রাখা হয়েছে। তাঁরা ফের ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। সুরাতে থাকাকালীনও একনাথ শিন্ডের কাছে দূত পাঠিয়েছিলেন উদ্ধব। তাতে বরফ গলেিন। বিজেপি পথ মজবুত করতে রাতারাতি শিন্ডেদের অসমে সরিয়ে নিয়ে আসা হয়।
একজোট কংগ্রেস-এনসিপি
বিজেপি একাধিক রাজ্যে বিরোধীদের সরকার ফেলার এই কৌশল করেছে। মহারাষ্ট্রে সেটা কতটা সফল হবে সেটাই দেখার। আগাড়ি সরকারকে বাঁচাতে একজোট হয়ে রয়েছে এনসিপি এবং কংগ্রেস বিধায়করা। উদ্ধব ঠাকরে তাঁদের সঙ্গেও যোগাযোগ রেখে চলেছেন। এদিকে একনাথ শিন্ডে উদ্ধব ঠাকরের কাছে বার্তা পাঠিয়েছেন বিজেপির সঙ্গে জোট করে সরকার গড়ার। তিনি বলেছেন বালা সাহেবের হিন্দুত্বের আদর্শেই তিনি চলছেন। সেকারণেই এই অসম জোট সরকারে তিনি নারাজ।