পাকিস্তানের অন্যতম সফল অধিনায়ক সরফরাজ আহমেদ:
পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক তিনি। পাকিস্তানকে যেই তিন অধিনায়ক আইসিসি'র ইভেন্টে চ্যাম্পিয়ন করেছে তাদের মধ্যে অন্যতম সরফরাজ আহমেদ। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতকে পরাজিত করে দেশকে গর্বিত করেছেন সরফরাজ। তাঁর এই সাফল্য ইমরান খানের মতো কিংবদন্তির পাশে জায়গা করে দিয়েছে তাঁকে।
পাঁচ বছরের ছেলের সামনে ক্লিন বোল্ড:
গলি ক্রিকেটে সরফরাজ ব্যাট হাতে দাঁড়িয়েছিলেন তাঁর পাঁচ বছরের ছেলের সামনে। সরফরাজের ব্যাটিং দেখার জন্য সকলে ক্যামেরা তাক করে রেখেছিলেন। কিন্তু সরাসরি ছেলের বল গিয়ে লাগে তাঁর উইকেটে। ব্যাট নামাতেই পারেননি না সরফরাজ। তাঁর হাসি বুঝিয়ে দিচ্ছিল ছেলের বোলিং দেখে তিনি নিজেও খুব খুশি। এই ভিডিও এক পাক ক্রিকেট প্রেমীই শেয়ার করেন টুইটারে।
সমালোচনায় বিদ্ধ সরফরাজ:
পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি এনে দিলেও সমর্থকদের থেকে যোগ্য সম্মান তিনি পাননি। মাঝে মধ্যেই তাঁর শরীরী ভাষা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেছেন নেটাগরিকরা। পাকিস্তানের অধিনায়ক হয়েও মাঠের মধ্যে হাই তোলা বা শরীরী স্থূলতা নিয়ে সহ্য করতে হয়েছে সোশ্যাল মিডায়ায় বিদ্রুপ।
নক্ষত্রখচিত কেরিয়ার:
পাকিস্তানের অধিনায়কত্ব হারিয়েছেন দীর্ঘ দিন। মহম্মদ রিজওয়ান আসার পর থেকে রিজার্ভ উইকেটরক্ষক হিসেবে দ্বিতীয় সারিতেই জায়গা হয়েছে তাঁর। কিন্তু তিনি কোন জাতের ক্রিকেটার তা জানান দেয় সরফরাজের পরিসংখ্যান। ১৫ হয়ে গেলেও কেরিয়ারে ৪৯টির বেশি টেস্টে তাঁকে সুযোগ দেওয়া হয়নি। তবে, যখন সুযোগ পেয়েছেন উজাড় করে দিয়েছেন নিজেকে।১১৭টি এক দিনের ম্যাচ এবং ৬১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ২০১৯ সালে শেষ বার টেস্ট খেলেছেন তিনি। ২০২১ সালে শেষ বার তাঁকে দেখা গিয়েছিল পাকিস্তানের জার্সিতে।