ব্যাংকিং আইন সংশোধনী বিল নিয়ে তোড়জোর
সংবাদমাধ্যমের প্রকাশিত খবর, আগামী মাস অর্থাৎ জুলাইতে বর্ষা অধিবেশন শুরু হবে। আর সেই অধিবেশনে Banking Laws Amendment Bill নিয়ে আসতে কেন্দ্রীয় সরকার প্রস্তুতি নিচ্ছে। এই বিল আসার পর ব্যাংকগুলির বেসরকারিকরণের কাজ দ্রুত এগোবে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, সংসদে এই বিল পাশ করে ব্যাঙ্কগুলিকে বেসরকারিকরণের ক্ষেত্রে সরকার তাঁদের রাস্তা আরও পরিস্কার করছে বলেই মনে করছে রাজনৈতিকমহল।
এই দুই সরকারি ব্যাংকের বেসরকারিকরণ
বাজেটে ঘোষণা অনুযায়ী, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ দুটি সরকারি ব্যাঙ্কের বেসরকারিকরণ নিয়ে কথা বলেছিলেন। দুটি ব্যাঙ্কের পাশাপাশি একটি বিমা সংস্থার বেসকারিকরণ নিয়েও কথা বলে ছিলেন। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর মোতাবেক, যে দুটি ব্যাঙ্কের বেসরকারীকরণের কথা বলা হচ্ছে সেগুলি হল- ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে এই বিষয়ে সরকারের তরফে কোনও বক্তব্য এখনও পর্যন্ত কেউ করেনি। এমনকি ব্যাঙ্কের তরফেও কিছু বলা হয়নি।
সরকারের অংশীদারিত্ব বিক্রি করবে-
সরকার ব্যাংক বেসরকারিকরণের মাধ্যমে বিনিয়োগ পেয়ে ব্যাংকের ক্রমবর্ধমান এনপিএ কমানোর চেষ্টা করছে। সরকার এই সমস্ত ব্যাঙ্কে তাদের ৫১ শতাংশ অংশীদারিত্ব কমিয়ে ২৬ শতাংশ করতে পারে। এই অংশ বিক্রি করে সরকার বিনিয়োগ পাবেন। Banking Laws Amendment Bill পাশ করে এই লক্ষ্যেই সরকার এগিয়ে যাবে। সরকারের তরফে এই ক্ষেত্রে সবরকম প্রক্রিয়া প্রায় শেষ হয়ে গিয়েছে। আগামী অধিবেশনেই এই পাশ করাতে চেয়ে সরকার সবরকম চেষ্টা চালাবে বলে জানা যাচ্ছে। তবে ব্যাঙ্ক এভাবে বেসরকারিকরণ নিয়ে রীতিমত ক্ষুব্ধ শ্রমিক ইউনিয়নগুলি। এই বিষয়ে তাঁরা তাঁদের ক্ষোভ ইতিমধ্যে জানিয়েছে সরকারকে। কিন্তু বিষয়টি কার্যত নজর দিতে নারাজ সরকার।
একাধিক ব্যাঙ্ককে সংযুক্তিকরণ করা হয়েছে
ইতিমধ্যে একাধিক ব্যাঙ্ককে সংযুক্তিকরণ করা হয়েছে। বড় ব্যাঙ্কগুলিকে মার্জার করা হয়েছে। এবার বেসরকারিকরণের পথেই াঁটছে সরকার। তবে এই সিদ্ধান্ত শ্রমিক ইউনিয়নগুলির পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছে বিরোধী রাজনৈতিক দলগুলিও।