Cristiano Ronaldo: ট্রান্সফার মার্কেটে সচল নয় ক্লাব, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়তে পারেন সিআর সেভেন

ক্রিস্টিয়ানো রোনাল্ডো কখনওই শুধু নিজের কথা ভেবে মাঠে নামেন না। বড় ফুটবলারদের একটি বেশেষ গুণ থাকে। পেলে-মারাদোনা থেকে মেসি বা রোনাল্ডো, এরা কখনওই স্রেফ নিজেদের জন্য খেলেন না। ক্লাবের দল গঠন থেকে শুরু করে প্রস্তুতি, খাওয়ার রুটিন, সতীর্থের রুটিন সব দিকেই থাকে এদের সজাগ নজর।

ফিফার গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে এখনও উল্লেখযোগ্য কিছু করে উঠতে পারেনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ট্রান্সফার উইন্ডোতে এখনও উল্লেখযোগ্য কিছু করে উঠতে পারেনি ম্যাঞ্চেচেস্টার ইউনাইটেড। ফুটবলার সই করানোর বিষয়ে আগ্রহী দেখায়নি রেড ডেভিলসকে। ভরা ট্রান্সফার মরসুমে যখন ইউরোপের সেরা দলগুলি নিজেদের আরও শক্তিশালী করে তুলছে সেখানে ম্যান ইউ-এর হাতে হাত তুলে বসে থাকাকে মেনে নিতে পারছেন না রোনাল্ডো। সূত্রের খবর, পর্তুগিজ কিংবদন্তি এতটাই ক্রুদ্ধ যে তিনি দল ছাড়ার কথা ভাবছেন।

গত মরসুমে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি'র থেকে ৩৫ পয়েন্ট কম অর্জন করে ছয় নম্বরে শেষ করেছিল রেড ডেভিলস। প্রিমিয়ার লিগের ইতিহাসে এটাই তাদের এক মরসুমে অর্জিত সব থেকে কম পয়েন্ট। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের আগামী মরসুমে ভবিষ্যৎ হয়ে অত্যন্ত উদ্বিগ্ন রোনাল্ডো। শোনা যাচ্ছে রোনাল্ডোর ম্যানেজার জর্জ মেন্ডেজ কথা চালাচ্ছে ইতালিয়ান জায়ান্ট এবং রোনাল্ডোর পুরনো ক্লাব জুভেন্তাসের সঙ্গে। জুভে থেকেই ম্যান ইউতে দ্বিতীয় ইনিংস শুরু করতে গিয়েছিলেন রোনাল্ডো। জুভেন্তাসের হয়ে ১৩৪ ম্যাচে ১০১ গোল করেছেন রোনাল্ডো। তাদের হয়ে জিতেছে দু'টি 'সিরি এ' এবং দু'টি কোপা ইতালিয়া।

রোনাল্ডোর মতোই পুরনো ক্লাব জুভেন্তাসে ফিরে যেতে পারেন পোগবা। ৮৯ মিলিয়ন পাউন্ড দিয়ে পোগবাকে কিনেছিল ম্যান ইউ। যদিও আগেই রেড ডেভিলস জানিয়ে দিয়েছে চুক্তি শেষ হওয়ার পর ক্লাব ছাড়বে পোগবা।

২০২১-২২ মরসুমে ইউনাইটেডের হয়ে ৩৯ ম্যাচে ২৪ গোল করেছেন রোনাল্ডো। ২০০৩ থেকে ২০০৯ পর্যন্ত ওল্ড ট্র্যাফোর্ডে ছয় মরসুম কাটান রোনাল্ডো। আটটি ট্রফি এবং ব্যালেন ডি'ওর তিনি জেতেন এই ক্লাবের জার্সিতে খেলার সময়ে। ৮০ মিলিয়ন পাউন্ডে পরে তিনি যোগ দেন রিয়াল মাদ্রিদে।

More CRISTIANO RONALDO News  

Read more about:
English summary
Cristiano Ronaldo may leave Manchester United. CR 7 is not happy over the club's lack of movement in the transfer market Ronaldo is concerned and worried about United's current approach in the transfer window.