শিন্ডের দাবিকেই মেনে নিল শিবসেনা! বিদ্রোহী বিধায়কদের ফিরে আসার সময়সীমা বেঁধে দিল দল

মহারাষ্ট্রের রাজনৈতিক সঙ্কটে নয়া মোড়। টানা তিন দিন রাজ্যজুড়ে চরম রাজনৈতিক অস্থিরতার পর একনাথ শিন্ডের দাবি মেনে নেওয়ার ইঙ্গিত পাওয়া গেল শিবসেনার বক্তব্য থেকে। দলের তরফে জানানো হয়েছে, গুয়াহাটি থেকে শিন্ডে সহ বিদ্রোহী নেতাদের ২৪ ঘণ্টার মধ্যে মুম্বই ফিরে আসতে হবে। এই সময়ের মধ্যে বিধায়করা ফিরে এলে মহাবিকাশ আঘাদি জোটের বিষয় পুনর্বিবেচনা করা হবে বলে শিবসেনা জানিয়েছে।

সাংবাদিকদের শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত বলেন, 'যদি দলের সমস্ত বিধায়করা চান, সেক্ষেত্রে মহা বিকাশ আঘাদি জোট থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা যেতে পারে। তবে তার আগে বিধায়কদের মুম্বই ফিরে আসতে হবে। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে আলোচনায় বসতে হবে।' সঞ্জয় রাউত জানিয়েছেন, 'গুয়াহাটি থেকে ২১ জন বিধায়ক উদ্ধব ঠাকরের সঙ্গে যোগাযোগ করেছেন। মুম্বই ফিরে এসে তাঁরা মুখ্যমন্ত্রীর পাশে থাকবেন বলে জানিয়েছেন।' উদ্ধব ঠাকরে দ্রুত সরকারি বাসভবন বর্ষাতে ফিরে আসবেন বলেও শিবসেনার মুখপাত্র আশ্বাস দিয়েছেন। অন্যদিকে, শিবসেনার সাংসদ বিনায়ক রাউত দাবি করেছেন, গুয়াহাটি থেকে ১৮ জন বিধায়ক দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন দ্রুত মুম্বই ফিরছেন।

গুয়াহাটিতে একনাথ শিন্ডের সঙ্গে শিবসেনার ৪৬ জন বিধায়ক ও নির্দলের আট জন বিধায়ক রয়েছেন। একনাথ শিন্ডে প্রথম থেকেই দাবি করে এসেছেন, তিনি শিবসেনা রয়েছেন। তিনি দল ছাড়েননি। তিনি শিবসেনার সঙ্গে যে কংগ্রেস, এনসিপি-র জোটকে সমর্থন করছেন না তাও বারবার স্পষ্ট করে দিয়েছেন। বুধবার তিনি বলেন, দলের বেঁচে থাকার জন্য এই 'অস্বাভাবিক জোট' থেকে বেরিয়ে আসা খুব প্রয়োজন ছিল। এই জোট শুধু সরকারকে টিকিয়ে রাখতে সাহায্য করেছে। তিনি কংগ্রেস ও এনসিপির সঙ্গে শিবসেনার জোটকে 'অস্বাভাবিক' জোট বলে উল্লেখ করছেন। শিন্ডে মনে করছেন, কংগ্রেস ও এনসিপি শিবসেনাকে দুর্বল করে দিচ্ছে। তিনি অভিযোগ করেন, এখনের শিবসেনার সঙ্গে বালা সাহেবের শিবসেনার কোনও মিল নেই।

'ষড়যন্ত্র করছে বিজেপি', মুখপত্র সামনায় বিদ্রোহী বিধায়কদের সতর্ক করে হুঁশিয়ারি শিবসেনার'ষড়যন্ত্র করছে বিজেপি', মুখপত্র সামনায় বিদ্রোহী বিধায়কদের সতর্ক করে হুঁশিয়ারি শিবসেনার

শিন্ডে বুধবার টুইটারে শিবসেনার বিদ্রোহী বিধায়ক সঞ্জয় শিরসাটের একটি খোলা চিঠি প্রকাশ করেন। সেখানেও তিনি মহা বিকাশ আঘাদি জোটের সমালোচনা করেন। চিঠিতে সঞ্জয় শিরসাট লিখেছেন, গত আড়াই বছর ধরে তাঁদের শুধু 'অপমানিত' হতে হয়েছে। সেই কারণেই তিনি শিন্ডের নেতৃত্বে শিবসেনার বিরুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। খোলা চিঠিতে শিবসেনার বিদ্রোহী বিধায়ক উদ্ধব ঠাকরের বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি বলেন, তাঁদের শিবসেনা প্রধানের সঙ্গে দেখা করার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো।

More SANJAY RAUT News  

Read more about:
English summary
Sanjay Raut said that Shiv Sena ready to walk out mva government
Story first published: Thursday, June 23, 2022, 16:48 [IST]