শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে জল্পনাই সত্যি হল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর তাঁর তৃণমূলে ফেরা এবার স্রেফ সময়ের অপেক্ষা বলেই ইঙ্গিত দিয়ে গেলেন শোভন চট্টোপাধ্যায় ও তাঁর সঙ্গী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শোভনের পাশাপাশি বৈশাখীও বলে দিলেন মমতা ও শোভনের মধ্যে অভিমানের প্রাচীর ভেঙে গিয়েছে। দিদির নির্দেশেই কাজ করবেন শোভন।