অভিমানের প্রাচীর ভেঙেছে, দিদির নির্দেশেই কাজ! শোভনের তৃণমূলে প্রত্যাবর্তন সময়ের অপেক্ষা

শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে জল্পনাই সত্যি হল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর তাঁর তৃণমূলে ফেরা এবার স্রেফ সময়ের অপেক্ষা বলেই ইঙ্গিত দিয়ে গেলেন শোভন চট্টোপাধ্যায় ও তাঁর সঙ্গী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শোভনের পাশাপাশি বৈশাখীও বলে দিলেন মমতা ও শোভনের মধ্যে অভিমানের প্রাচীর ভেঙে গিয়েছে। দিদির নির্দেশেই কাজ করবেন শোভন।

More SOVAN CHATTERJEE News  

Read more about:
English summary
Sovan Chatterjee and Baishakhi Banerjee indicate they will return in TMC and will do according to Mamata Banerjee
Story first published: Wednesday, June 22, 2022, 16:44 [IST]