মার্কিন যুক্তরাষ্ট্রে ফের বন্দুকবাজের হামলায় মৃত্যু হল এক ভারতীয় নাগরিকের। আমেরিকার মেরিল্যান্ডে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির গুলিতে নিহত হন তেলঙ্গানার এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। নিহত ইঞ্জিনিয়ারের নাম নাক্কা সাই চরণ (২৬), যিনি তেলঙ্গানার নালগোণ্ডার বাসিন্দা।
জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি নাক্কা সাই চরণের ওপর গুলি চালায়। আমেরিকায় তাঁর বন্ধুরা এই ঘটনার কথা পরিবারকে জানান। জানা গিয়েছে, সাই চরণ মেরিল্যান্ডের ক্যাটনসভিলের কাছে তাঁর গাড়িতে সফরের সময় গুলি করে হত্যা করা হয়। বিমানবন্দরে তাঁর বন্ধুকে ছেড়ে দিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। তথ্যপ্রযুক্তি কর্মীর কপাল লক্ষ্য করে গুলি চালানো হয়। তাঁকে মেরিল্যান্ডের এক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
গত দু'বছর ধরে মেরিল্যান্ডের বালতিমোর শহরের এক সংস্থায় কাজ করতেন ওই ইঞ্জিনিয়ার। নাক্কা সাই চরণের আকস্মিক মৃত্যুর খবর শুনে পরিবারের সদস্যরা হতচকিত হয়ে যান। তাঁরা ভারত সরকার ও তেলঙ্গানা সরকারকে নাক্কা সাই চরণের দেহ ভারতে ফিরিয়ে আনার জন্য আবেদন করেছেন। নালগোণ্ডার অবসরপ্রাপ্ত এক শিক্ষকের ছেলে নাক্কা সাই চরণ। তাঁর বোনও আমেরিকায় থাকেন। শনিবারও মা-বাবার সঙ্গে কথা হয় তাঁর। আর রবিবার এই ঘটনা ঘটায় পরিবারের প্রত্যেকেই হতচকিত। খুবই ভালো মনের মানুষ ছিলেন নাক্কা সাই, তিনি তাঁর এলাকায় বহু সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন।
প্রসঙ্গত, আমেরিকায় বন্দুকবাজের আচমকা হামলা অব্যাহত। সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে বন্দুকবাজের হামলায় আক্রান্ত খোদ পুলিশ। কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও রবিবার রাতে আচমকা চলল এলোপাথাড়ি গুলি। হামলায় গুলিবিদ্ধ একাধিক মানুষ। পুলিশ সূত্রে খবর, ওয়াশিংটনে স্থানীয় সময় রাত ১০টা নাগাদ হামলার ঘটনাটি ঘটেছে। নর্থওয়েস্ট ওয়াশিংটনে পথচারীদের ভিড় লক্ষ্য করে গুলি চালায় বন্দুকবাজ।