শিন্ডে সংকট মোকাবিলায় আজ জরুরি বৈঠক উদ্ধবের, মন্ত্রিসভার বৈঠক ডকলেন মুখ্যমন্ত্রী

রাজনৈতিক সংকট ক্রমণ জটিল হচ্ছে মহারাষ্ট্রে। পরিস্থিতি সামাল দিতে আজ মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন উদ্ধব ঠাকরে। সেখানে পরবর্তী রণকৌশল নির্ধারণই মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে।এদিকে একনাথ শিন্ডে সহ ৪০ জন বিদ্রোহী শিবসেনা বিধায়ক হাজির হয়েছেন অসমে। একনাথ শিন্ডে কিন্তু বারবার দাবি করে চলেছেন তিনি বালা সাহেবের শেখানো হিন্দুত্বের আদর্শেই চলবেন।

বিস্তারিত আসছে...

More UDDHAV THACKERAY News  

Read more about:
English summary
Political crisis at Maharashtra
Story first published: Wednesday, June 22, 2022, 7:59 [IST]