মন্ত্রিসভার বৈঠকের আগেই বড় সিদ্ধান্ত, পদত্যােগর পথে উদ্ধব ঠাকরে

চাপের কাছে অবশেষে নতি স্বীকার। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন উদ্ধাব ঠাকরে। সূত্রের খবর করোনা আক্রন্ত তিনি। তাই মন্ত্রিসভার বৈঠকে ভার্চুয়াল অংশ নেবেন উদ্ধব ঠাকরে। সেই বৈঠকের পরেই সম্ভবত মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফ দিতে চলেছেন তিনি। বিকেল ৫টা নাগাদ পদত্যাগ করার কথা তাঁর। জানা যাচ্ছে রাজ্যপাল কোশিয়াড়ি বিধানসভায় আস্থা ভোট করার নির্দেশ দিতে পারেন।

মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা

শেষ পর্যন্ত কাজ উদ্ধার করে ছাড়ল বিজেপি। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন উদ্ধাব ঠাকরে। আজ দুপুর একটায় মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন তিনি। করোনা আক্রান্ত হওয়ায় ভার্চুয়াল সেই বৈঠকে উপস্থিত থাকবেন উদ্ধব ঠাকরে। তারপরেই বিকেল ৫টা নাগাদ তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন বলে জানা গিয়েছে। গত তিনদিন ধরে মহারাষ্ট্রের আগাড়ি সরকার পতনের মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি। শিন্ডেকে দলে টেনে উদ্ধব ঠাকরের উপরে চাপ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছিল তারা। শেষ পর্যন্ত তাতে সফল বিজেপি। সুস্থ নেই শরীর সেকারণে পদত্যাগ করছেন তিনি সেকথা জানিয়ে ভার্চুয়ালি পদত্যাগ ঘোষণা করবেন উদ্ধব ঠাকরে।

ভেঙে যাচ্ছে বিধানসভা

সূত্রের খবর মহারাষ্ট্রের বিধানসভা ভেঙে দেওয়া হবে। সঞ্জয় রাউত এমনই ইঙ্গিত দিয়েছেন। তিনি টুইটে লিখেছেন যে সংকট মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতিতে তৈরি হয়েছে তাতে বিধানসভা ভেঙে দেওয়া হবে। এদিকে এই পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছেন কংগ্রেস বিধায়করা। মধ্য প্রদেশেও একই ভাবে সরকারের পতন ঘটিয়েছিল বিজেপি। কমলনাথ তার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন দেশের সংবিধান ধ্বংস করছে বিজেপি। মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ডে একই ভাবে সরকার ফেলেছে তারা।

আস্থা ভোট চাইবেন রাজ্যপাল

শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রী পদ থেকে উদ্ধব ঠাকরে পদত্যাগ করলেই রাজ্যপাল কোশাড়িয়া বিধানসভায় আস্থাভোটে শক্তি প্রদর্শন করত বলবেন। অর্থাৎ বিধানসভায় মহারাষ্ট্র আগাড়ি সরকারকে আস্থাভোটে শক্তি প্রদর্শন করতে বলেবেন রাজ্যপাল। তখনই শিন্ড সহ ২০ জন বিধায়কক কাজে লাগাবে বিজেপি। যদিও শিন্ডে প্রথম থেকেই শিবসেনা না ছাড়ার কথাই বলে এসেছে। কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপির সঙ্গে জোট গড়ে সরকার গড়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি উদ্ধব ঠাকরেকে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল, শিন্ডে চাইলে বিজেপি সরকার গড়তে প্রস্তুত।

অসমে শিন্ডেরা

গুজরাতের সুরাটে প্রথমে শিন্ডে সহ ২০ জন বিদ্রোহী বিধায়ককে ধরে রাখা হয়েছিলে। সেখানে রিসর্টে এক প্রকার বন্দি অবস্থাতেই ছিলেন তাঁরা। বাইরের কারোর সঙ্গে তাঁদের যোগাযোগ করতে দেওয়া হচ্ছিল না। সেখানেও শিবসেনা দূত পাঠিয়ে তাঁদের বোঝানোর চেষ্টা করেছে। কিন্তু তাতে িচঁড়ে ভেজেনি। শেষে রাতারাতি তাঁদের উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে বিজেপি শাসিত অসমে। সেখানে পৌঁছে শিন্ডে বারবার দাবি করেছেন তিনি বালা সাহেবের হিন্দুত্বের আদর্শ মেনে চলেন। এবং সেটাতেই বিশ্বাসী। তার কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধব ঠাকরের পদত্যাগের ইচ্ছে প্রকাশ ঘিরে নতুন জল্পনা তৈরি হয়েছে।

বরাবরই শিন্ডেকে পথের কাঁটা ভেবে এসেছেন উদ্ধব, একনাথের চিন্তা বাড়িয়েছে আদিত্য ঠাকরেবরাবরই শিন্ডেকে পথের কাঁটা ভেবে এসেছেন উদ্ধব, একনাথের চিন্তা বাড়িয়েছে আদিত্য ঠাকরে

More UDDHAV THACKERAY News  

Read more about:
English summary
Uddhav Thakeray may resigne from CM post amid Maharashtra Political Crisis