ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আফগানিস্তানের বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের জেরে কমপক্ষে ৯৫০ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও উদ্ধার ভূমিকম্পে আফগানিস্তানের পাটকিয়া প্রদেশে কমপক্ষে ৬০০ জন আহত হয়েছেন বলে খবর। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের দক্ষিণ-পূর্বে খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরে। আফগান রাজধানী কাবুলে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১। তালিবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আইয়ুবি জানিয়েছেন, আফগানিস্তানের পাটকিয়া সব থেকে ক্ষতিগ্রস্থ হয়েছে। শুধু পাটকিয়া প্রদেশেই ২৫৫ জনের মৃত্যু হয়েছে। ৬০০ জন আহত হয়েছেন। পাটকিয়ার গায়ান ও বারমাল জেলা সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে স্থানীয় এক চিকিৎসক জানিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সাইট ইতিলাত-ই-রোজ জানিয়েছে, গায়ানের একটি গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে।
আফগানিস্তানের খোস্ত প্রদেশে ২৫ জনের মৃত্যু হয়েছে। আইয়ুবি জানিয়েছেন, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে। উদ্ধারকাজে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। উদ্ধারের পাশাপাশি তালিবান সরকার ত্রাণ দেওয়ার কাজ শুরু করেছে। চিকিৎসা সামগ্রী ও খাবার ক্ষতিগ্রস্থদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন উদ্ধারকারীরা। তালিব সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ভূমিকম্পে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি জানান, আফগানিস্তানের বেশ কিছু পাহাড়ি অঞ্চল ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ হয়েছে। সেখানে বহু মানুষ ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছেন। উদ্ধারকারীরা এখনও সেসব অঞ্চলে পৌঁছতে পারেননি বলে তিনি মন্তব্য করেছেন।
আফগানিস্তানের পাশাপাশি পাকিস্তান ও ভারতের বেশ কিছু অঞ্চলে এই ভূমিম্পন অনুভূত হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১। তবে পাকিস্তানে কোনও ক্ষতির খবর পাওয়া যায়নি। ২০২১ সালের আগস্ট মাসে তালিবান ক্ষমতা দখলের পর সব থেকে বড় প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ল আফগানিস্তান। ইতিমধ্যে তালিবান সরকার বিদেশি সংস্থাগুলোর কাছে সাহায্যের আবেদন করেছে।
গত কয়েক দশক ধরে বার বার প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছে আফগানিস্তান। গত ১০ বছরে আফগানিস্তানে ভূমিকম্পে সাত হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। রাষ্ট্রসংঘ সম্প্রতি একটি রিপোর্টে জানায়, প্রতি বছর আফগানিস্তানে ভূমিকম্পে ৫৬০ জনের মৃত্যু হয়।
তালিবান ক্ষমতা দখলের পর থেকে চরম আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে আফগানিস্তান। বেশ কয়েকটি দেশ আফগানিস্তানের সম্পত্তির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। আফগানিস্তানের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতি ভয়াবহ ভূমিকম্প মোকাবিলা করা আফগানিস্তান সরকারের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। এরফলে দেশটির অর্থনৈতিক পরিকাঠামো আরও ভেঙে পড়বে।
Afghanistan earthquake: ভয়াবহ ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান