শিবসেনার অন্দরে বিদ্রোহ, দিল্লি থেকে আজই মুম্বই ফিরছেন পাওয়ার, বৈঠক করবেন উদ্ধবের সঙ্গে

সরকার যেকোনও মুহূর্তে পড়ে যেতে পারে এমনই পরিস্থিতি তৈরি হয়েছে মহারাষ্ট্রে। সরকার বাঁচাতে তাই তড়িঘড়ি শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। রাষ্ট্রপতি প্রার্থী বাছাইয়ের চূড়ান্ত বৈঠক শেষ করেই দিল্লি থেকে মুম্বই ফিরবেন িতনি। মুম্বইয়ে ফিরেই উদ্ধব ঠাকরের সঙ্গে তিনি পরিস্থিতি নিয়ে আলোচনায় বসবেন বলে জানিয়েছেন। যদিও একনাথ শিন্ডে কি করবেন সেটা শিবসেনার অভ্যন্তরীন বিষয় বলে জানিয়েছেন পাওয়ার। তবে এনসিবি কখনও জোটে বিজেপিকে সামিল করবে না বলে স্পষ্ট দাবি করেছেন তিনি।

আজই উদ্ধবের সঙ্গে বৈঠক

কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে মহারাষ্ট্র। একদিকে যখন রাষ্ট্রপতি নির্বাচনের তোরজোর চলছে। বিরোধীরা ফের এক মঞ্চে আসছে। ঠিক সেই সময় মহারাষ্ট্রে জোট সরকার পতনের তোরজোর শুরু করে দিয়েছে বিজেপি। একনাথ শিন্ডে সহ শিবসেনার ২৬ বিধায়কের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না সকাল থেকে। তারপরে জানা যায় তারা সুরাটে একটি রিসর্টে রয়েছে। তার থেকেই স্পষ্ট বিজেপির হাত ধরতেই বিদ্রোহী হয়ে উঠেেছ তারা। এই পরিস্থিতিতে কীভাবে জোট সরকার টিকিয়ে রাখা যায় তা নিয়ে তৎপর শরিক এনসিপি। দিল্লি থেকে আজই মুম্বইয়ে ফিরছেন তিনি। সেখানে উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করবেন এনসিপি সুপ্রিমো।

শিবসেনার অভ্যন্তরীন বিষয়

যদিও একনাথ শিন্ডের বিদ্রোহী হয়ে ওঠার ঘটনা একেবারেই শিবসেনার অভ্যন্তরীন বিষয় বলে দাবি করেছেন শরদ পাওয়ার। তিনি বলেেছন একনাথ শিন্ডে কখনওই বলেননি তিনি মুখ্যমন্ত্রী হতে চান। এইরকম কোনও ইচ্ছেই তিনি প্রকাশ করেননি। কাজেই মুখ্যমন্ত্রীত্ব বদলের কোনও প্রশ্নই আসে না বলে জানিয়েছেন শরদ পাওয়ার। তাঁর দাবি জোট সরকার একেবারেই দুর্বল হয়ে পড়েনি। শিবসেনা এই সংকট কাটিয়ে নেবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
যদিও শিবসেনা ইতিমধ্যেই একনাথ শিন্ডেকে বিধানসভায় বিধায়কদের দলনেতার পদ থেকে অপসারণ করেছে।

বিজেপির সঙ্গে হাত মেলানোর প্রশ্নই নেই

শরদ পাওয়ার দাবি করেছেন শিবসেনা কী করবে তাঁদের জানা নেই। তবে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠনের প্রশ্নই ওঠে না। প্রসঙ্গত উল্লেখ্য মহারাষ্ট্রে জোট সরকার গঠনে অত্যন্ত গুরুত্ব পূর্ণ ভূমিকা নিয়েছিলেন শরদ পাওয়ার। তাঁু উদ্যোগেই কংগ্রেস শিবসেনার সঙ্গে জোট গড়তে সম্মত হয়। মুখে যতই শরদ পাওয়ার চিন্তা নেই বলে দাবি করুন তাঁর দিল্লি ছেেড় তড়িঘড়ি মুম্বইয়ে ফিরে আসাকে সহজে দেখছে না রাজনৈতিক মহলে। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে বলেই জোট সরকার বাঁচাতে উদ্ধবের সঙ্গে তড়িঘড়ি বৈঠকে বসতে চাইছেন তিনি।

বিদ্রোহী বিধায়করা

সকাল থেকেই খোঁজ মিলছিল না শিবসেনা বিধায়ক একনাথ শিন্ডে সহ ২৬ বিধায়কের। পরে জানা যায় তাঁদের গুজরাতের সুরাটের একটি রিসর্টে রাখা হয়েছে। সেখান থেকে তাঁদের কাউকেই বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না। বাইরের কারোর সঙ্গেই তাঁরা যোগাযোগ করতে পারছে না। তারপরেই জানা গিয়েছে আরও ৬ বিধায়ক নাকি সেই বিদ্রোহীদের দলে যোগ দেবেন। তাঁরাও সেখানে যাবেন। মনে করা হচ্ছে একনাথ শিন্ডেকে িদয়ে বিজেপির সঙ্গে জোট গড়ে সরকার গড়ার প্রস্তাব পাঠানো হবে উদ্ধব ঠাকরের কাছে।

শিন্ডেকে এখনও কোনও প্রস্তাব দেওয়া হয়নি, রাজনৈতিক উত্তেজনার মধ্যেই মন্তব্য মহারাষ্ট্রে বিজেপি প্রধানেরশিন্ডেকে এখনও কোনও প্রস্তাব দেওয়া হয়নি, রাজনৈতিক উত্তেজনার মধ্যেই মন্তব্য মহারাষ্ট্রে বিজেপি প্রধানের

More SHARAD PAWAR News  

Read more about:
English summary
Maharashtra Political crisis
Story first published: Tuesday, June 21, 2022, 17:49 [IST]