মহারাষ্ট্রে সরকার পতনের কাউন্টডাউন শুরু
মহারাষ্টে মহাজোট সরকার পতনের কাউন্টডাউন শুরু হয়েছে। মন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বে শিবসেনার ৩৪ জন বিধায়ক বিদ্রোহী হয়েছেন বলে দাবি। তাঁদেরকে নিয়ে শিন্ডে মহারাষ্ট্রের জোট সরকার ছেড়ে বেরিয়ে যেতে চাইছেন। এর ফলে বিজেপি মহারাষ্ট্রে নতুন সরকার গঠনের দাবি জানাতে প্রস্তুত হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ইতিমধ্যে বিজেপি দাবি করেছে, সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সমর্থন তাদের দিকেই রয়েছে।
মহারাষ্ট্রে কার দখলে কত আসন ছিল
মহারাষ্ট্রে মোট ২৮৮ বিধানসভা আসন। অর্থাৎ ম্যাজিক ফিগার ১৪৫। মহারাষ্ট্রে দীর্ঘ টানাপোড়েনের পর শিবসেনা, এনসিপি ও কংগ্রেস একজোট হয়ে সরকার গঠন করে। আড়াই বছর কাটতে না কাটতেই ফের সঙ্কটের মুখে সেই মহাজোট সরকার। ২০১৯-র বিধানসভা নির্বাচনে শিবসেনা ৫৬ আসনে জয়ী হয়েছিল, এনসিপি অর্থাৎ জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি পেয়েছিল ৫৪টি আসন আর কংগ্রেস জিতেছিল ৪৪টি আসনে। আর বিজেপি জিতেছিল ১০৬টি আসনে।
মহারাষ্ট্রে এমভিএ সরকার গঠনের পর সংখ্যা
মহারাষ্ট্রে সরকার গঠনের পর সমীকরণ দাঁড়িয়েছিল মহা আগাদি্ জোটের পক্ষে থাকছেন ১৬৮ বিধায়ক। আর বিরোধী বিজেপির পক্ষে থাকছেন ১১৩ জন বিধায়ক। অন্যান্য ৬ এবং একটি আসন শূন্য রয়েছে। এই অবস্থায় ম্যাজিক ফিগার দাঁড়াচ্ছে ১৪৪। শিবসেনার বিদ্রোহী মন্ত্রীর সঙ্গে কতজন বিধায়ক রয়েছেন, জানার পরই বিজেপি তাঁদের অবস্থান ঠিক করবে।
বিদ্রোহী মন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে কতজন বিধায়ক
বিদ্রোহী মন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে প্রথম ১৯ জন বিধায়ক রয়েছেন বলে দাবি করা হয়েছিল। যদিও সেই দাবি উত্তরোত্তর বাড়ছে। পরবর্তী সময়ে শোনা যাচ্ছে তাঁর সঙ্গে রয়েছেন শিবসেনার ২৬ জন বিধায়ক। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর সঙ্গে ৩৪ জন বিধায়ক রয়েছেন বলে দাবি। আবার এই ৩৪ জনের মধ্যে রয়েছেন তিনজন মন্ত্রীও।
বিজেপি কি বিদ্রোহীদের নিয়ে ম্যাজিক ফিগারে পৌঁছবে?
সংখ্যা নিয়ে ধন্দ থাকায় বিজেপি মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের জন্য চাপ দিতে পারে বলে মনে করা হচ্ছিল। কিন্তু বিজেপি বর্তমানে দাবি করছে, তাঁদের সঙ্গেই রয়েছে সিংহভাগ সমর্থন। একনাশ শিন্ডের সঙ্গে ৩৪ জন থাকলে বিজেপি ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলতে পারে। সেক্ষেত্রে বিজেপি ও তার মিত্রদের নিয়ে বিধায়ক সংখ্যা দাঁড়াবে ১১৩ ও ৩৪ মিলিয়ে ১৪৭।
দাবি অনুযায়ী কতজন বিধায়ক বিজেপির সঙ্গে
আবার বিজেপি দাবি করছে, শিবসেনার ২৬ জন সরাসরি বিজেপিকে সমর্থন করার কথা জানিয়েছেন, বাকি ২৮ জনও বিজেপিকে সমর্থন করবে বলে তাঁদের দাবি। অন্তত ১৬৩ জনের সমর্থন তাঁরা পাবেন বলে মনে করছে বিজেপি। এখন মহারাষ্ট্রের এমভিএ সরকারের কতজন বিধায়ক তাঁদের দল থেকে পদত্যাগ করেন এবং তাঁরা বিজেপিকে সমর্থন করেন কি না, তার উপর নির্ভর করছে মহারাষ্ট্রের ভাগ্য।