বহিষ্কার একনাথ শিন্ডে
দিনভর টানা পোড়েনের পর শেষে একনাথ শিন্ডেকে নিয়ে চরম সিদ্ধান্ত নিল শিবসেনা। বিধানসভার দলনেতার পদ থেকে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করেছে। একনাথ শিন্ডে সকাল থেকেই নিখোঁজ। আরও ২৬ জন বিধায়কের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁদের খোঁজে হন্যে হয়ে রয়েছে শিবসেনা। কর্নাটকের পরিস্থিতি ৈতরি হতে চলেছে মহারাষ্ট্রে। গুজরাতের সুরাটে একটি রিসর্টে রয়েছেন তাঁরা। তারপরেই একনাথ শিন্ডেকে মহারাষ্ট্র বিধানসভার দলনেতার পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করে শিবসেনা।
কোথায় আছেন শিন্ডে
বিজেপির সঙ্গে প্রকাশ্যে বিরোধিতায় নেমেছে শিবসেনা। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের পর থেকেই এই বিরোধিতা চরমে উঠেছে। উদ্ধব ঠাকরের বাড়িতে ইডি হানা দিয়েছিল। তারপরে সেই বিরোধিতা আরও চরমে ওঠে। বিজেপি যে তলে তলে মহারাষ্ট্রে সরকার ফেলার তোরজোর করছে সেটা এতদিন বুঝতেই পারেনি উদ্ধব ঠাকরেরা। হঠাৎ করে মঙ্গলবার সকাল থেকে একনাথ শিন্ডে সহ ২৬ জন বিধায়কের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে জানা যায় তাঁরা গুজরাতের সুরাটে। সেখানে যাঁরা রয়েছেন তাঁদের কারোর সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। সূত্রের খবর আরও ৯ বিধায়ক সেখানে যোগ দেবেন।
আরও বিধায়করা যাবেন
ইতিমধ্যেই আরও বেশ কয়েকজন বিধায়ক গুজরাতের পথে রওনা হয়েছেন। সূ্ত্রের খবর বিজেপি বিধায়ক সঞ্জয় কুটে সুরাটের পথে রওনা হয়েছেন। যে রিসর্টে একনাথ শিন্ডে সহ আরও ২৬ জন বিদ্রোহী বিধায়ক রয়েছেন তাঁদের সঙ্গে কথা বলবেন তিনি। মনে করা হচ্ছে মহারাষ্ট্রে বিদ্রোহী বিধায়কদের সুরাট থেকে আহমেদাবাদে নিয়ে যাওয়া হবে। জানা গিয়েছে বিদ্রোহীদের ফেরাতে শিবসেনা দুই জন পাঠিয়েছেন। তাঁরা বিদ্রোহী বিধায়কদের সঙ্গে কথা বলে তাঁদের ফেরাতে চেষ্টা করবে সেটা। উদ্ধব ঠাকরে দূত পাঠিয়েছেন একনাথ শিন্ডের সঙ্গে কথা বলার জন্য। উদ্ধব ঘনিষ্ঠ মিলিন্দ নারভেকর এবং এমবি মিলিন্দ ভিচারে।
তৎপর কংগ্রেস
মহারাষ্ট্রে জোট সরকার বাঁচাতে তৎপর কংগ্রেসও। শিবসেনার বিদ্রোহী নেতাদের সঙ্গে কথা বলার জন্য কমলাথকে পাঠাচ্ছে কংগ্রেস। সূত্রের খবর শিবসেনার বিদ্রোহী বিধায়ক একনাথ শিন্ডে উদ্ধব ঠাকরের কাছে কংগ্রেসের সঙ্গে জোট ভাঙার বার্তা পাঠাতে পারেন। কংগ্রেসের সঙ্গে জোট ভেঙে বিজেপির সঙ্গে হাত মেলানোর প্রস্তাব রাখতে পারেন। তবে এই নিয়ে শিবসেনা কি করবে তা তাঁদের দলের অভ্যন্তরীন বিষয় বলে দাবি করেছে কংগ্রেস অবং এনসিপি।