দ্রৌপদী মুর্মু কে? আদিবাসী নেত্রী থেকে এনডিএ নির্বাচিত রাষ্ট্রপতি পদপ্রার্থীর সফর কেমন ছিল

Presidential Elections 2022: রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে চড়ছে উত্তেজনার পারদ। ইতিমধ্যে বিরোধীদের তরফে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাজপেয়ী'র সহযোগী তথা প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহার নাম ঘোষণা করেছে কংগ্রেস সহ ১৭ বিরোধী শক্তি।

কার্যত লোকসভার আগে রাষ্ট্রপতি নির্বাচন বড় চ্যালেঞ্জ বিজেপি'র কাছে। এই অবস্থায় জরুরি বৈঠকে বসেন শাহ-মোদী-নাড্ডারা। আর সেখানেই বিজেপি'র পদপ্রার্থী হিসাবে দৌপদী মুর্মু'র (Draupadi Murmu) নাম ঘোষণা করা হয়।

"This decision will elevate tribal pride to new heights," asserts Union Home Minister Amit Shah on Draupadi Murmu's name as Presidential candidate pic.twitter.com/qekwynJmJI

— ANI (@ANI) June 21, 2022

কিন্তু কে এই দৌপদী মুর্মু? যাকে নিয়ে এত চর্চা।

১৯৫৮ সালে'র ২০ জুন দৌপদীর জন্ম। ওডিশার ময়ুরভঞ্জ জেলার বাইদাপোসি গ্রামে তাঁর জন্ম। বাবা'র নাম বিরঞ্চি নারায়ণ টুডু। সাঁওতাল পরিবারে দ্রৌপদীর জন্ম। ছোট থেকেই পড়াশুনাও ভালো ছিলেন মুর্মু। শান্ত স্বভাবের মেয়েই আজ দেশের রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে। শ্যাম চরম মুর্মুকে বিয়ে করেন দৌপদী। তাঁদের ঘরে দুই সন্তান এবং একটি কন্যা সন্তান জন্ম নেয়। কিন্তু সুখের সংসার দ্রৌপদীর বেশিদিন ভালো ভাবে কাটল না। দুর্ঘটনায় স্বামী এবং দুই সন্তানকে হারাতে হয় তাঁকে। কিন্তু ভেঙে পড়েননি। বরং লড়াই চালিয়ে গিয়েছেন। কঠিন লড়াই।

আর্টস নিয়ে পড়াশুনা

রামা দেবী উওম্যান কলেজ, ভুবনেশ্বরে আর্টস নিয়ে পড়াশুনা। রাজনীতি তো বটেই, সামাজিক বিভিন্ন কাজের সঙ্গে দীর্ঘ সময় ধরে যুক্ত ছিলেন দৌপদী।

কাউন্সিলার থেকে রাজনৈতিক কেরিয়ার শুরু

বাংলার প্রতিবেশী রাজ্য ওডিশা থেকে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু দ্রৌপদী'র। ওড়িশায় কাউন্সিলর হয়ে প্রথম রাজনৈতিক জীবন শুরু করেন তিনি। ওড়িশায় ভারতীয় জনতা পার্টি এবং বিজু জনতা দলের জোট সরকারের সময় দ্রৌপদী মুর্মু মন্ত্রী ছিলেন। বাণিজ্য এবং পরিবহণ দফতরের স্বাধীন দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী হিসাবে কাজ করেছেন। ২০০০ সাল থেকে ২০০২ সালের ৬ অগস্ট পর্যন্ত এই দায়িত্বে ছিলেন। এরপর ২০০৪ সাল পর্যন্ত মৎস্য এবং প্রাণী সম্পদ উন্নয়ন দফতরের দায়িত্বে ছিলেন। তিনি ওড়িশার প্রাক্তন মন্ত্রী এবং ২০০০ এবং ২০০৪ সালে রায়রাংপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন।

মহিলা রাজ্যপাল

ঝাড়খন্ডের প্রথম মহিলা রাজ্যপাল হিসাবে কাজ করছিলেন তিনি। ওড়িশার প্রথম মহিলা এবং আদিবাসী নেতা যিনি রাজ্যপাল নিযুক্ত হয়েছিলেন। দ্রৌপদী মুর্মু নির্বাচিত হওয়ার পর ভারতের প্রথম তদশিলি রাষ্ট্রপতি এবং দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হবেন। এছাড়াও, তিনি ওড়িশার প্রথম রাষ্ট্রপতিও হবেন। যা গর্বের বলে দাবি। বলে রাখা প্রয়োজন, এদিন জেপি নাড্ডা বলেন, অন্তত ২০০টি নাম নিয়ে আলোচনা হয়েছে রাষ্ট্রপতি পদ প্রার্থী হিসাবে। শেষমেষ দ্রৌপদীর নামেই শিলমোহর দেন মোদী-শাহ।

জানা গিয়েছে, আগামী ২৫ তারিখ সম্ভবত রাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দেবেন দ্রৌপদী মুর্মু।

রাষ্ট্রপতি পদের লড়াইয়ে এবার আদিবাসী মুখ! দ্রৌপদী মুর্মু'র নাম ঘোষণা বিজেপি'র রাষ্ট্রপতি পদের লড়াইয়ে এবার আদিবাসী মুখ! দ্রৌপদী মুর্মু'র নাম ঘোষণা বিজেপি'র

More JP NADDA News  

Read more about:
English summary
Who is Draupadi Murmu; Know About The BJP Presidential Candidate in Bengali