একেই বলে আখের গুছিয়ে নেওয়া। তবে আখের তো অনেকেই গোছানোর চেষ্টা করেন তবে এভাবে সম্ভবত কেউ ভাবে না। একটা টিকিট শুধু লাগতে হবে তাহলেই আর চিন্তা নেই। আর এই টিকিট হলেন এক সরকারি চাকুরের তিন স্ত্রী। নিজের আখের গোছানোর অঙ্ক কষে তিনি তাঁর তিন স্ত্রীকে নামিয়ে দিয়েছেন ভোটের লড়াইয়ে। এবার একজনের ভাগ্য হলেই হল। আর চিন্তা থাকবে না। হল না শেষ রক্ষা।
{photo-feature}শ