FIFA U-17 Women's World Cup: প্রস্তুতি ঝালিয়ে নিতে ইতালি এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে ভারতের মেয়েরা

জামশেদপুর এবং ঝাড়খণ্ডে আয়োজিত শিবিরের পর কোচ থমাস ডেননার্বি এবং অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশ নিতে চলা গোটা ভারতীয় দল সোমবার (২০ জুন) উড়ে যাবে ইতালিতে। ইতালি থেকে ভারতীয় মহিলা দল যাবে নরওয়ে। ৮ জুলাই পর্যন্ত এই সফরে থাকবে ইয়ং টাইগ্রেসরা। অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সেখানে দুইটি টুর্নামেন্টে অংশ নেমে ভারতীয় মহিলা ফুটবলের পরবর্তী প্রজন্ম।

২২ জুন থেকে ইতালির টোরিনো-এ শুরু হতে চলা টোরিনো মহিলা ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ সংস্করণে অংশ নেমে অনূর্ধ্ব-১৭ ভারতীয় দল। ২২ জুন থেকে ২৬ জুন চলবে এই প্রতিযোগীতা। নরওয়েতো ওপেন নর্ডিক টুর্নামেন্টে অংশ নেবে ভারতীয় দল। ১ জুলাই-এ শুরু হওয়া এই প্রতিযোগীতা চলবে ৭ জুলাই পর্যন্ত। এই প্রথম বার নর্ডিক টুর্নামেন্টে অংশ নিতে চলেছে ভারতীয় দল।

ষষ্ঠ টোরিনো মহিলা ফুটবল টুর্নামেন্টে ২২ জুন ভারতীয় সময়ে রাত দশটায় গ্রাডিস্কা ডি'লসঞ্জো স্টেডিয়ামে ভারতীয় দল মুখোমুখি হবে ইতালির। ইতালি এবং ভারত ছাড়াও এই প্রতিযোগীতায় অংশ নিচ্ছে চিলি এবং মেক্সিকো।

অপর দিকে, ওপেন নর্ডিক টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নিতে চলেছে এবং প্রতিটা দল একে অপরের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। ভারত ছাড়াও এই প্রতিযোগীতায় অংশ নেবে নেদারল্যান্ডস, নরওয়ে, আইসল্যান্ড, ডেনমার্ক, ফারওয়ে আইল্যান্ড, ফিনল্যান্ড এবং সুইডেন। ১ জুলাই ভারতীয় সময়ে সন্ধ্যা সাড়ে ৬'টায় ভারতীয় দল মুখোমুখি হবে নেদরল্যান্ডসের। বছরের শেষের দিকে ১১ অক্টোবর ভারতের মাটিতে বসতে চলেছে অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের আসর। ৩০ অক্টোবর পর্যন্ত চলবে এই প্রতিযোগীতা। এই নিয়ে দ্বিতীয় বার ফিফা টুর্নামেন্ট আয়োজিত হতে চলেছে ভারতে। ২০১৭ সালে পুরুষদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজন করেছিল ভারত।

More FIFA News  

Read more about:
English summary
FIFA U-17 Women's World Cup: India U-17 Women’s National Team will play against Italy and Netherlands in two tournaments as part of its preparation for the FIFA U-17 Women’s World Cup.
Story first published: Sunday, June 19, 2022, 13:09 [IST]