ঋষভ পন্থের টানা পাঁচ ম্যাচে টস হার! বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকা ফিল্ডিং নিল, কোন দলে কারা?

ভারত-দক্ষিণ আফ্রিকা টি ২০ সিরিজ এখন ২-২। আজ সিরিজ নির্ণায়ক পঞ্চম টি ২০ আন্তর্জাতিক বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। টানা পাঁচটি ম্যাচেই টস হারলেন ভারত অধিনায়ক ঋষভ পন্থ। দক্ষিণ আফ্রিকাকে এই ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন কেশব মহারাজ, তিনি টস জিতে ফিল্ডিং নিয়েছেন। দক্ষিণ আফ্রিকা ২০১০ সালের পর ভারতে সাদা বলের সিরিজে হারেনি। অন্যদিকে, ভারত আজ যদি জেতে তাহলে দেশের মাটিতে প্রথমবার টি ২০ আন্তর্জাতিক সিরিজ জিতবে।

২০১৯ সালে বেঙ্গালুরুতেই শেষ টি ২০ আন্তর্জাতিক জিতে ভারতের বিরুদ্ধে সিরিজ ১-১ ড্র রেখেছিল দক্ষিণ আফ্রিকা। ওই বছর চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের সাতটি ম্যাচের পাশাপাশি দুটি টি ২০ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল। প্রথম ইনিংসের গড় স্কোর ১৬৩। পরে ব্যাট করা দল জিতেছে মোট পাঁচটি ম্যাচ। পিচ রিপোর্ট দিতে গিয়ে দীপ দাশগুপ্ত বলেন, দু-দিকের বাউন্ডারি ৬৭ মিটারের, পিচের সোজাসুজি দুই দিকের বাউন্ডারি ৭৭ মিটারের। এই পিচ ব্যাটারদেরই সহায়ক হবে। উইকেটে কিছু ফাটল রয়েছে যা স্পিনাররা কাজে লাগাতে পারেন। গত চার-পাঁচদিন ধরে আকাশ মেঘলা ছিল। ফলে শিশির ম্যাচের ফলাফল নির্ধারণে বড় ফ্যাক্টর হবে না। রান তাড়া করাই এই পিচে সুবিধাজনক বলে মনে করছেন দীপ।

🚨 Toss Update 🚨

South Africa have elected to bowl against #TeamIndia in the fifth & final T20I of the series.

Follow the match ▶️ https://t.co/uAE094Srh7 #INDvSA | @Paytm pic.twitter.com/XjlFe4GMdo

— BCCI (@BCCI) June 19, 2022

টস জিতে কেশব মহারাজ বলেন, উইকেট ভালো, সে কারণেই টস জিতে ফিল্ডিং নিলাম। চারজন সিমারের পাশাপাশি দলে একজন স্পিনার। অতিরিক্ত একজন ব্যাটার নেওয়া হয়েছে। ফলে রান তাড়া করতে অসুবিধা হওয়ার কথা নয়। আমাদের প্রসেসেই ফোকাস রাখছি। ভালো লাইন ও লেংথ বজায় রেখে বোলিং করতে হবে। ব্যাটিংয়েও পরিকল্পনার যথাযথ প্রয়োগ ঘটাতে হবে। ভারত অধিনায়ক ঋষভ পন্থও বলেন, উইকেট ভালোই। ১৮০-১৯০ রান তোলাই আমাদের লক্ষ্য। দলের পরিকল্পনার যথাযথ প্রয়োগ ঘটাতে সকলেই সেরাটা দিতে প্রস্তুত।

🚨 Here are the #TeamIndia's & South Africa's Playing XIs 🔽

Follow the match ▶️ https://t.co/uAE094Srh7 #INDvSA | @Paytm pic.twitter.com/qVbSg74sWD

— BCCI (@BCCI) June 19, 2022

দক্ষিণ আফ্রিকা দলে তিনটি পরিবর্তন। চোটের কারণে ছিটকে গিয়েছেন অধিনায়ক তেম্বা বাভুমা। এ ছাড়াও প্রথম একাদশের বাইরে তাবরেজ শামসি ও মার্কো জানসেন। দলে এসেছেন ট্রিস্টান স্টাবস, রিজা হেন্ডরিক্স ও কাগিসো রাবাডা। ভারতীয় দল অপরিবর্তিত

ভারত- ঈশান কিষাণ, ঋতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল, আবেশ খান, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল

দক্ষিণ আফ্রিকা- কুইন্টন ডি কক (উইকেটকিপার), রিজা হেন্ডরিক্স, ডোয়েইন প্রিটোরিয়াস, রাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, হেনরিক ক্লাসেন, ট্রিস্টান স্টাবস, কাগিসো রাবাডা, কেশব মহারাজ (অধিনায়ক), আনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি

More INDIA VS SOUTH AFRICA News  

Read more about:
English summary
South Africa Have Won The Toss And Elected To Field First Against India In The 5th T20I In Bengaluru. India Are Favourite To Win And Seal The T20I Series Against The Proteas For The First Time At Home.