উত্তরবঙ্গে কমলা সতর্কতা
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ২০ জুন সোমবার সকালের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি দুই জেলা দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২১ জুন মঙ্গলবার সকালের মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এ ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা
এদিন বিকেলে আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাসে বলা হয়েছে, ২০ জুন অর্থাৎ সোমবার সকালের মধ্যে পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২১ জুন মঙ্গলবার সকালের মধ্যে পূর্ব মেদিনীপুর ছাড়াও হাওড়া, হুগলি, নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি
বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।
কলকাতায় মেঘলা আকাশ
আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকবে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাহনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে
৩১ ও ২৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ আপেক্ষিত আর্দ্রতা ৯৩%।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৫.৯ (২৬.৪)
বহরমপুর ২৫.৬ (২৫.৮)
বাঁকুড়া ২৩.৯ (২৪.৪)
বর্ধমান ২২.৮ (২৪.৬)
কোচবিহার ২৪.৩ (২৪)
দার্জিলিং ১৫.৬ (১৫.৪)
দিঘা ২৫.৭ (২৮.৫)
কলকাতা ২৫.৬ (২৫.৮)
দমদম ২৬ (২৫.৯)
কৃষ্ণনগর ২৬.৮ (২৭)
মালদহ ২৬ (২৫)
মেদিনীপুর ২৫.৬ (২৫.২)
শিলিগুড়ি ২৫.৫ (২৪)
শ্রীনিকেতন ২৪.৫ (২৪.৮)
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩২.২)
বহরমপুর (৩৬)
বাঁকুড়া (৩৩.৮)
বর্ধমান (৩৪)
কোচবিহার (৩০.৯)
দার্জিলিং (২০.৮)
দিঘা (৩৩.৬)
কলকাতা (৩১.১)
দমদম (৩২.৩)
কৃষ্ণনগর (৩৩.৮)
মালদহ (৩৩.৪)
মেদিনীপুর (৩৩.২)
শিলিগুড়ি (৩৩)
শ্রীনিকেতন (৩৪.৬)