দল বদলের বাজারে ইস্টবেঙ্গল-মোহনবাগানকে বলে বলে গোল মারছে ভারতীয় ফুটবলের তৃতীয় প্রধান মহমেডৈন স্পোর্টিং। আসন্ন মরসুমের জন্য সাদা-কালো শিবির সই করাতে চলেছে ব্রাজিলিয় ফরওয়ার্ড ব্রুনো সিলভাকে।
ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর স্ট্রাইকার মার্কাস জোসেফের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর পর নাইজেরিয়ার জাতীয় দলের স্ট্রাইকার ভিক্টোরকে সই করিয়েছে লাল সরণি'র ক্লাব। এ বার আক্রমণভাগকে আরও পোক্ত করতে মহমেডান স্পোর্টিং-এর জার্সিতে দেখা যেতে চলেছে এই সেন্টার ফরওয়ার্ডকে।
সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি ব্রুনো দুই উইং-এ খেলতেও সমান স্বচ্ছন্দ। ৩৪ বছর বসয়ী এই ব্রাজিলীয় স্ট্রাইকার খেলেছেন ব্রাজিলের বোটাফিগোর মতো ক্লাবে। সৌদ আরবের প্রথম ডিভিশনের ক্লাব আল আইনের জার্সিতেও খেলতে দেখা গিয়েছে তাঁকে। ব্রুনো খেলেছেন ইন্দোনেশিয়ার টপ টায়ার লিগের দল পিএসআইএস সামারাং-এর জার্সিতে। ২০১৮ মরসুমে ইন্দোনেশিয়ার শীর্ষ ডিভিশনে খেলা ক্লাবটির সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি।
মহমেডানের তরফ থেকে সরকারী ভাবে এখনও কোনও কিছু জানানো না হলেও, আগামী সপ্তাহেই ঘোষণা করা হতে পারে রোনাল্ডো-রোনাল্ডিনহো'র দেশের এই ফুটবলারের নাম। সূত্রের খবর, মহমেডানকে প্রায় পাকা কথা দিয়েছেন ব্রুনোর এজেন্ট। আগামী দু-এক দিনের মধ্যেই সাদা-কালোর চুক্তি পত্রেই সই করে দিতে পারেন তিনি। এখনও সই হয়নি তাই ১০০ শতাংশ নিশ্চিত ভাবে ব্ল্যাক প্যান্থার্সে এই গোল মেশিনকে দেখা যাবে বলা যাচ্ছে না, তবে শুধু সই-এরই যা অপেক্ষা মাত্র। বিগত মরসুমে সামারাং-এর হয়ে ১২ ম্যাচে ৪ গোল করেছিলেন তিনি।
মহমেডান শুক্রবার আভাস থাপাকে সই করিয়েছে দুই বছরের চুক্তিতে। রিয়াল কাশ্মীর এফসি, হায়দরাবাদ এফসি, ইস্টবেঙ্গলের মতো ক্লাবে খেলা ২৩ বছর বয়সী এই লেফট ব্যাককে সাদা-কালো জার্সিতে দেখা যাবে ২০২৪ পর্যন্ত। মহমেডান স্পোর্টিং আগামী মরসুমের জন্য ইতিমধ্যেই নিশ্চিত করেছেন সামাদ আলি মল্লিক, আজহারউদ্দিন মল্লিক, রিপন, ফজলউর রহমান, আমন থাপা, সাইরুয়াত কিমাকে।