অগ্নিপথ-এ নিয়োগের সময়সূচী আসছে শীঘ্রই, জানালেন জেনারেল মনোজ পান্ডে

দেশ জুড়ে অগ্নিপথ প্রকল্প নিয়ে বিক্ষোভ চলছে, এর মাঝেই এই প্রকল্পের নিয়োগের দিনক্ষণের ব্যাপারে বড় ঘোষণা করলেন সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে৷ দেশের বেশ কয়েকটি রাজ্য জুড়ে অগ্নিপথ যোজনার বিরুদ্ধে সহিংস বিক্ষোভের মধ্যেই শুক্রবার সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে বলেছেন, শীঘ্রই অগ্নিপথ প্রকল্পে নিয়োগ প্রক্রিয়ার সময়সূচী ঘোষণা করা হবে।

জেনারেল মনোজ সংবাদমাধ্যম বলেছেন, শীঘ্রই নিয়োগ প্রক্রিয়ার সময়সূচী ঘোষণা করা হবে। আমরা আমাদের যুবকদের বলব ভারতীয় সেনাবাহিনীতে অগ্নিবীর হিসেবে যোগদানের এই সুযোগটি কাজে লাগান। অগ্নিবীরদের নিয়োগ প্রশিক্ষণ কেন্দ্রে যাওয়ার প্রশ্নটি অনেককেই চিন্তায় রাখছে! সেনার তরফেও ইঙ্গিত দেওয়া হয়েছে প্রথম অগ্নিবীরদের প্রশিক্ষণ শুরু হবে চলতি বছরের ডিসেম্বরে। অগ্নিপথের সক্রিয় পরিষেবাটি ২০২৩ সালের মাঝামাঝি থেকে শুরু হবে। প্রসঙ্গত তিনটি বাহিনীতে সৈন্যদের নথিভুক্তির জন্য নতুন অগ্নিপথ মডেলের বিরুদ্ধে দেশের বিভিন্ন অংশে ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছে সেনায় চাকরির প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রীরা৷ বিক্ষোভের মুখে কেন্দ্র 'অগ্নিপথ' প্রকল্পের অধীনে নিয়োগের জন্য ২০২২ সালের ২১ বছর থেকে ২৩ বছর বাড়িয়েছে।

অগ্নিপথ প্রকল্পে বিক্ষোভ, আক্রান্ত হল বিহারের উপ-মুখ্যমন্ত্রীর বাড়ি অগ্নিপথ প্রকল্পে বিক্ষোভ, আক্রান্ত হল বিহারের উপ-মুখ্যমন্ত্রীর বাড়ি

কেন্দ্র সরকার কর্তৃক বয়সের সীমা বাড়ানোর বিষয়ে কথা বলতে গিয়ে সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে বলেছেন যে সিদ্ধান্তটি আরওনবেশি করে যুবকদের সুযোগ দেবে যারা গত দুই বছরে কোভিড মহামারীজনিত কারণে সেনাবাহিনীতে যোগদানের সুযোগ মিস করেছে। সেনাপ্রধান জেনারেল পান্ডে বলেছেন, এই সিদ্ধান্ত আমাদের অনেক তরুণ, উদ্যমী এবং দেশপ্রেমিক যুবকদের জন্য একটি বড় সুযোগ প্রদান করবে। বিশেষত যারা করোনভাইরাস মহামারী সত্ত্বেও, নিয়োগ সমাবেশে যোগদানের প্রস্তুতি নিচ্ছিল, যা গত দু বছরে শেষ করা যায়নি। ২০২২ সালের অগ্নিবীর নিয়োগের জন্য আবেদনের বয়স ২৩ বছর করায় অনেকেই উপকৃত হবেন বলে সেনার তরফে বলা হয়েছে৷

More AGNIPATH SCHEME News  

Read more about:
English summary
Agnipath recruitment schedule coming soon, says General Manoj Pandey
Story first published: Friday, June 17, 2022, 16:11 [IST]