তাসের ঘরের মতো ধসে পড়া ব্যাটিং লাইনআপকে নির্ভরতা দিয়ে মধ্য প্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলাকে লড়াইয়ে রাখলেন মনোজ তিওয়ারি এবং শাহবাজ আহমেদ। শাহবাজকে সঙ্গে নিয়ে ৫৪/৫ থেকে বাংলার দলকে লড়াইয় করার মতো জায়গা পৌঁছে দিলেন মনোজ তিওয়ারি।
রঞ্জির প্রথম সেমিফাইনালের তৃতীয় দিন সকালের সেশনেই শতরান পূর্ণ করেন মনোজ। ধসে পড়া বাংলার ব্যাটিং-এর শেষ প্রহরীর দিকে যখন একের পর এক কঠিন প্রশ্ন ধেয়ে আসছে সরনশ জৈন- কুমার কার্থিকেয়াদের দিক থেকে তখন অভিজ্ঞতা এবং ধৈর্য্যের লাগাতার পরীক্ষা দিয়ে বাংলা দলকে ম্যাচে বাঁচিয়ে রাখলেন মনোজ। তবে, শতরানের পর ইনিংস আর দীর্ঘায়িত করতে পারেননি রাজ্যের মন্ত্রী। ২১১ বলে ১০২ রানে দুর্দান্ত ইনিংস আসে ভারতীয় দলের প্রাক্তন ব্যাটসম্যানের থেকে। ১২টি চার দিয়ে নিজের ইনিংস সাজিয়েছিলেন মনোজ। সরনশ জৈনের বলে সুইপ মারতে গিয়ে স্লিপে রজত পাতিদারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন মনোজ। যেই বলে মনোজ আউট হয়েছেন তার আগের বলেও সেই একই শট মারেন বাংলার প্রাক্তন অধিনায়ক। সেটি মিস টাইম হলে দ্বিতীয় বার ফের একই শট মারার চেষ্টা করেন তিনি এবং তা থেকেই উইকেট হারান।
শুধু একা মনোজ নন, তাঁকে দুর্দান্ত সঙ্গ দিয়ে বাংলাকে এই ম্যাচে ভাল মতো লড়াইয়ে রাখা শাহবাজ আহমেদও শতরান পূর্ণ করেছেন। ১৯৩ বলে শতরান পূর্ণ করেন তিনি। ১১টি চার দিয়ে নিজের ইনিংস সাজানো শহবাজ অপরাজিত রয়েছেন ১০৫ রানে। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তাঁর প্রথম শতরান। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন প্রদীপ্ত প্রামানিক। বোলার হলেও ডিফেন্সটা বেশ ভালই করতে পারেন সুদীপ্ত। যদিও তাঁর ইনিংস দীর্ঘ হয়নি ৩৪ বলে ৩ রান করে কুমার কার্তিকেয়ার বলে লেগ বিফোর হয়ে প্যাভিলিয়নে ফেরেন। মনোজের উইকেট হারানোর সঙ্গে সঙ্গেই আরও একটি উইকেট বাংলা হারিয়েছে। ০ রানে আউট হয়েছেন সায়ন মণ্ডল। বর্তমানে ৮ উইকেট হারিয়ে বাংলার রান ২৫৯।