টি-২০ ব্যাটসম্যানদের ক্রমতালিকায় অবিশ্বাস্য লাফ ঈশান কিষানের, পিছনে ফেলে দিলেন বিরাট কোহলি-রোহিত শর্মাকে

আইসিসি'র সদ্য প্রকাশিত টি-২০ ব্যাটসম্যানদের ক্রমতালিকায় বিশাল উন্নতি ঈশান কিষানের। ৬৮ ধাপ উঠে ঝাড়খণ্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জায়গা করে নিলেন প্রথম দশে। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার তরফ থেকে বুধবার প্রকাশিত টি-২০ ব্যাটরদের ক্রমতালিকা অনুযায়ী ঈশান কিষান ৬৮ ধাপ উঠে জায়গা করে নিয়েছেন সপ্তম স্থানে। তিনিই একমাত্র ভারতীয় যিনি এই তালিকায় প্রথম দশে রয়েছেন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহকারী কিষান। ৩ ম্যাচে ১৬৪ রান করেছেন আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলা এই তরুণ ক্রিকেটার, এর মধ্যে রয়েছে দু'টি অর্ধ শতরান। ১৫.২৫ কোটি টাকায় আইপিএল ২০২২-এর আগে বেঙ্গালুরুতে আয়োজিত মেগা নিলামে ঈশান কিষানকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। গত আইপিএল-এ পর পর দুই ম্যাচে অর্ধ শতরান করার পর ফর্ম হারান কিষান।

আইসিসি'র এই তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন বাবর আজম, তাঁর সংগৃহীত রেটিং ৮১৮। দ্বিতীয় স্থানে এইডেন মার্করামকে সরিয়ে উঠে এসেছেন বাবরের ওপেনিং পার্টনার মহম্মদ রিজওয়ান। পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যানের রেটিং ৭৯৪। ক্রমতালিকায় উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার নির্ধারিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চের। এক ধাপ উঠে এসে প্রথম পাঁচে জায়গা করে নিয়েছেন ফিঞ্চ, তিনি রয়েছেন পঞ্চম স্থানে। ব্যাটারদের ক্রমতালিকায় অবনতি হয়েছে নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান মার্টিন গাপ্তিলের। দুই ধাপ নেমে ৬৫৮ রেটিং নিয়ে এই ডান হাতি বিস্ফোরক ব্যাটসম্যান রয়েছেন দশম স্থানে।

টি-২০ ফরম্যাটে বোলারদের ক্রমতালিকায় শ্রীলঙ্কার তরুণ স্পিনার মহেশ থিকসানা ১৬ ধাপ উঠে জায়গা করে নিয়েছেন আট নম্বরে। গত আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন তিনি এবং নিজের যোগ্যতা প্রমাণ দিয়েছেন ভাল মতোই। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে শ্রীলঙ্কার হয়ে খেলছেন তিনি। অল-রাউন্ডারদের তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন আফগানিস্তানের মহম্মদ নবি। দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের শাকিব আল হাসান। বোলারদের ক্রমতালিকায় প্রথম দশে থাকা ওয়ানিন্দু হাসারাঙ্গা অল-রাউন্ডারদের তালিকায়ও প্রথম দশে জায়গা করে নিয়েছেন, তিনি দশ নম্বরে রয়েছে।

More ISHAN KISHAN News  

Read more about:
English summary
Ishan Kishan placed at No 7 in ICC T20I batsmen ranking after a huge jump of 68 places. He is the only Indian to get a place in top 10.
Story first published: Thursday, June 16, 2022, 0:13 [IST]