বঙ্গে এসে সংগঠনের হাল বুঝেছেন! সপ্তাহ ঘুরতেই সুকান্তের সঙ্গে বৈঠকে বসলেন নাড্ডা

গত কয়েকদিন আগেই বাংলায় ঘুরে গিয়েছেন বিজেপি'র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দুদিনের সফরে দফায় দফায় বিজেপি বিধায়ক-সাংসদ সহ একাধিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করে গিয়েছেন। সেই বৈঠক থেকেই বিজেপিকে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়ে গিয়েছেন বর্ষীয়ান এই বিজেপি নেতা।

কিন্তু টার্গেট বেঁধে দিলেও তা পূরণ করতে পারবে বঙ্গ বিজেপি? সংগঠনের হাল ভালো ভাবেই বুঝে গিয়েছেন অভিজ্ঞ এই রাজনীতিবিদ। আর তাই দিল্লিতে গিয়েও বঙ্গ বিজেপি'র অবস্থা নিয়ে চিন্তিত নাড্ডা।

সুকান্ত মজুমদারের সঙ্গে এই বৈঠক হয় বলে জানা যাচ্ছে

এই অবস্থায় ফের একবার বৈঠকে বসলেন বিজেপি'র সর্বভারতীয় সভাপতি নাড্ডা। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে এই বৈঠক হয় বলে জানা যাচ্ছে। বিশেষ করে বঙ্গ সফরের এক সপ্তাহের মধ্যেই সুকান্ত মজুমদারের সঙ্গে নাড্ডার এই বৈঠক যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে। বিজেপির সর্বভারতীয় সভাপতির দিল্লির বাসভবনেই এই বৈঠক হয় বলে জানা যাচ্ছে। সুকান্ত মজুমদার ছাড়াও গুরুত্বপূর্ণ এই বৈঠকে অমিতাভ চক্রবর্তী এবং অমিত মালব্যের মতো একাধিক শীর্ষ নেতা ছিলেন।

জরুরি এই বৈঠক সে বিষয়টি স্পষ্ট হয়নি

তবে ঠিক কি কারণে জরুরি এই বৈঠক সে বিষয়টি স্পষ্ট হয়নি। তবে সামনেই পঞ্চায়েত নির্বাচন। এবং এরপরেই লোকসভা ভোট রয়েছে। কার্যত বড় চ্যালেঞ্জ বঙ্গ বিজেপির কাছে। আর এই অবস্থায় সংগঠনের যা হাল তাতে ফলাফল নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ফলে আগামিদিনে বঙ্গ বিজেপি কীভাবে কাজ করবে সেই রণকৌশল ঠিক করতেই এদিনের বৈঠক বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, এই বৈঠকে বেশ কিছু রিপোর্ট নাড্ডার হাতে তুলে দিয়েছেন সুকান্ত মজুমদার।

টার্গেট সুকান্তদের বেঁধে দিয়ে গিয়ে ছিলেন নাড্ডা

অন্যদিকে বঙ্গ সফরে এসে একাধিক টার্গেট সুকান্তদের বেঁধে দিয়ে গিয়ে ছিলেন নাড্ডা। সাংগঠনিক কাঠামো বদল থেকে বুথ স্তরে সংগঠন মজবুত করার নানা পরামর্শ দিয়ে গিয়েছেন। শুধু তাই নয়, লাগাতার আন্দোলনে নামার কথাও জানিয়েছিলেন বিজেপি নেতা। এমনকি সামনেই 'বুথ সশক্তিকরণ' কর্মসূচি রয়েছে বিজেপির। এই কর্মসূচি পালন করতে বঙ্গ বিজেপির পরিকল্পনা কি তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর। এমনকি লাগাতার আন্দোলনে রূপরেখা কীভাবে তৈরি করা হয়েছে তা নিয়েও সুকান্তের কাছে তথ্য সর্বভারতীয় সভাপতি নিয়েছেন বলেই খবর।

দলের নিয়ম মেনেই হয়েছে

তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি সুকান্ত মজুমদার। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি রাজ্য সভাপতি জানিয়েছেন, এটা একেবারেই সাধারণ সাংগঠনিক বৈঠক। বেশ কিছু বিষয় নিয়ে পরামর্শ নিতেই নাড্ডাজির সঙ্গে এই বৈঠক বলেও দাবি সুকান্ত মজুমদার। আর এই বৈঠক দলের নিয়ম মেনেই হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তবে বিশেষ কোনও বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাওয়া হলে তা পরিস্কার করেননি বালুরঘাটের এই সাংসদ ।

More SUKANTA MAJUMDAR News  

Read more about:
English summary
bjp state president sukanta majumder meeting with jp nadda at delhi