সুকান্ত মজুমদারের সঙ্গে এই বৈঠক হয় বলে জানা যাচ্ছে
এই অবস্থায় ফের একবার বৈঠকে বসলেন বিজেপি'র সর্বভারতীয় সভাপতি নাড্ডা। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে এই বৈঠক হয় বলে জানা যাচ্ছে। বিশেষ করে বঙ্গ সফরের এক সপ্তাহের মধ্যেই সুকান্ত মজুমদারের সঙ্গে নাড্ডার এই বৈঠক যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে। বিজেপির সর্বভারতীয় সভাপতির দিল্লির বাসভবনেই এই বৈঠক হয় বলে জানা যাচ্ছে। সুকান্ত মজুমদার ছাড়াও গুরুত্বপূর্ণ এই বৈঠকে অমিতাভ চক্রবর্তী এবং অমিত মালব্যের মতো একাধিক শীর্ষ নেতা ছিলেন।
জরুরি এই বৈঠক সে বিষয়টি স্পষ্ট হয়নি
তবে ঠিক কি কারণে জরুরি এই বৈঠক সে বিষয়টি স্পষ্ট হয়নি। তবে সামনেই পঞ্চায়েত নির্বাচন। এবং এরপরেই লোকসভা ভোট রয়েছে। কার্যত বড় চ্যালেঞ্জ বঙ্গ বিজেপির কাছে। আর এই অবস্থায় সংগঠনের যা হাল তাতে ফলাফল নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ফলে আগামিদিনে বঙ্গ বিজেপি কীভাবে কাজ করবে সেই রণকৌশল ঠিক করতেই এদিনের বৈঠক বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, এই বৈঠকে বেশ কিছু রিপোর্ট নাড্ডার হাতে তুলে দিয়েছেন সুকান্ত মজুমদার।
টার্গেট সুকান্তদের বেঁধে দিয়ে গিয়ে ছিলেন নাড্ডা
অন্যদিকে বঙ্গ সফরে এসে একাধিক টার্গেট সুকান্তদের বেঁধে দিয়ে গিয়ে ছিলেন নাড্ডা। সাংগঠনিক কাঠামো বদল থেকে বুথ স্তরে সংগঠন মজবুত করার নানা পরামর্শ দিয়ে গিয়েছেন। শুধু তাই নয়, লাগাতার আন্দোলনে নামার কথাও জানিয়েছিলেন বিজেপি নেতা। এমনকি সামনেই 'বুথ সশক্তিকরণ' কর্মসূচি রয়েছে বিজেপির। এই কর্মসূচি পালন করতে বঙ্গ বিজেপির পরিকল্পনা কি তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর। এমনকি লাগাতার আন্দোলনে রূপরেখা কীভাবে তৈরি করা হয়েছে তা নিয়েও সুকান্তের কাছে তথ্য সর্বভারতীয় সভাপতি নিয়েছেন বলেই খবর।
দলের নিয়ম মেনেই হয়েছে
তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি সুকান্ত মজুমদার। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি রাজ্য সভাপতি জানিয়েছেন, এটা একেবারেই সাধারণ সাংগঠনিক বৈঠক। বেশ কিছু বিষয় নিয়ে পরামর্শ নিতেই নাড্ডাজির সঙ্গে এই বৈঠক বলেও দাবি সুকান্ত মজুমদার। আর এই বৈঠক দলের নিয়ম মেনেই হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তবে বিশেষ কোনও বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাওয়া হলে তা পরিস্কার করেননি বালুরঘাটের এই সাংসদ ।