শান্তি প্রসাদের বাড়িতে সিবিআই
এসএসসি দুর্নীতি কাণ্ডে এবার প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহার বাড়িতে হানা দিল সিবিআই। ৫ সদস্যের সিবিআইয়ের প্রতিনিধি দল হঠাৎই শান্তি প্রসাদ সিনহার সার্ভে পার্কের বাড়িতে হানা দেয়। তাঁরা শান্তি প্রসাদ সিনহার বাড়িতে কোথায় কি কাগজ পত্র রাখা রয়েছে তা নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন। তাঁর কোথায় কোন সম্পত্তি রয়েছে সেটা নিজে জেরা করেছেন তদন্তকারীরা। এমনকী পরিবারের সদস্যদেরও জেরা করা হয়েছে। তাঁদের কাছে জানার চেষ্টা করা হচ্ছে শান্তি প্রসাদ সিনহার কোথায় কোন সম্পত্তি রয়েছে।
আর্থিক লেনদেনর অভিযোগ
এসএসসি দুর্নীতি মামলায় যাঁদের চাকরি দেওয়া হয়েছে তাঁদের চাকরির সুপারিশ পত্রে সই করেছিলেন শান্তি প্রসাদ সিনহা। কাজেই শান্তিপ্রসাদ সিনহাকে কোনও টাকা চাকরি প্রার্থীরা দিয়েছিলেন কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা। অভিযোগ করা হয়েছে এসএসসি দুর্নীতি কাণ্ডে বিপুল আর্থিক লেনদেন হয়েছে। অর্থাৎ যাঁদের চাকরি দেওয়া হয়েছে তাঁরা টাকা দিয়েছিলেন । সেকারণেই বারবার সিবিআই তদন্তকারীরা শান্তি প্রসাদ িসনহার সম্পত্তির হিসেব চাইছেন।
পর্ষদের অফিসে সিবিআই
শুধু শান্তি প্রসাদ সিনহার বাড়িতেই হানা দেয়নি সিবিআই। মধ্য শিক্ষা পর্ষদের অফিসেও হানা দিয়েছিলেন তদন্তকারীরা। পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কেও জেরা করেন তদন্তকারীরা। তদন্তকারীরা ডিরোিজও ভবনে যান। সেসময় কল্যাণময় বন্দ্যোপাধ্যায় ছিলেন না সেখানে। সেখানে পর্ষদের অ্যাডমিন পারমিতা রায়কে জেরা করেন তদন্তকারীরা। উপদেষ্টা কমিটি থাকা সদস্যদেরও জেরা করতে চান তদন্তকারীরা।
সিবিআই স্ক্যানারে উপদেষ্টা কমিটির ৫ সদস্য
শুধু শান্তি প্রসাদ সিনহাকে জেরা করেই থামতে চান না তদন্তকারীরা। এসএসসি দুর্নীতি মামলায় উপদেষ্টা কমিটির পাঁচ সদস্যের স্থাবর-অস্থাবর সম্পত্তির খোঁজ জানতে চাইছেন তাঁরা। তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আয়কর সংক্রান্ত নথিও েচয়েছেন সিবিআইয়ের তদন্তকারীরা। শান্তিপ্রসাদ সিন্হা-সহ পাঁচ সদস্যের নামে-বেনামে শেষ পাঁচ বছরে কোথাও কোনও সম্পত্তি রয়েছে কিনা তার খোঁজ খবরও নিতে শুরু করেছেন তদন্তকারীরা।