দিন গোনা শুরু হয়ে গিয়েছে। দীর্ঘ চার বছরের প্রীতাক্ষার অবসান ঘটিয়ে বিশ্ব ক্রীড়াক্ষেত্রের সব থেকে বড় প্রতিযোগীতা ফুটবল বিশ্বকাপের জন্য আর ধৈর্য্য ধরতে পারছে না ফুটবলপ্রেমীরা। ফিফা বিশ্বকাপের মাহাত্ম এতটাই বেশি যে মাঝে মধ্যে তুলনা চলে আসে অলিম্পিক না বিশ্বকাপ, জনপ্রিয়তার নিরিখে কে এগিয়ে। তবে, সেই সব বিতর্কিত প্রশ্ন এখন দূরে থাক।
বিশ্ব ফুটবলে মহাযজ্ঞের আসর বসত চলেছে কাতারে। বিশ্বকাপের লড়াইয়ে মাঠে নামবে ৩২টি দেশ। ফুটবলের শ্রেষ্ঠ প্রতিযোগীতা শুরু হওয়ার আগে বুধবার দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফিফা বিশ্বকাপ ২০২২-এর পোস্টার সামনে আনলে কাতারের মহিলা শিল্পি বৌথায়না আল মুফতা। বিশ্বকাপের জন্য এত দিন পর্যন্ত একটি পোস্টার থাকলেও ২০২২ ফিফা বিশ্বকাপে সাতটি আলাদা সিকোয়েন্সে এবার সিরিজ পোস্টার করা হয়েছে।
মূল পোস্টারে দেখানো হয়েছে ফুটবল ঐতিহ্য, কাতার, আরব এবং বিশ্ব জুড়ে উদযাপন করা ফুটবলের ভক্তির প্রতীককে। সাতটি সমর্থনকারী পোস্টার সিরিজে ফুটবল এবং খেলার প্রতি আরব বিশ্বের আবেগকে এমন ভাবে দেখানো হয়েছে যা তাদের সংস্কৃতিকে প্রকাশ করে।
The #FIFAWorldCup 2022 poster is here 😍 #NowIsAll pic.twitter.com/kltn8gUtbt
— FIFA World Cup (@FIFAWorldCup) June 15, 2022
নিজের চিন্তা ভাবনাকে এই পোস্টারের মধ্যে দিয়ে বাস্তবের রূপ দেওয়া কাতারের মহিলা শিল্পি বৌথায়না বলেন, "আমার প্রধান অনুপ্রেরণা ছিল স্মৃতি। আমি চেয়েছিলাম পোস্টারগুলো এই থিম অনুসরণ করুক এবং কাতারের ফুটবল সংস্কৃতির গল্প বলুক। " পাশাপাশি তাঁর আরও সংযোজন, "কাতারের চমৎকার একটা ফুটবল ঐতিহ্য আছে। বিশ্বকাপ আয়োজনের মধ্য দিয়ে এটা আরও সমৃদ্ধ হচ্ছে। আমার পোস্টারে সেই বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে। তাছাড়া ফুটবল এমন একটা খেলা যা গোটা আরব বিশ্বকে একত্রিত করে। বিশ্বকাপকে কেন্দ্র করে এই বন্ধন আরও সদৃঢ় হয়েছে। এর সব কিছুই চেষ্টা করেছি পোস্টারের মাধ্যমে ফুটিয়ে তুলতে।
২৩ নভেম্বর থেকে কাতারে শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ। বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত।