আয়ারল্যান্ডে বিরুদ্ধে ভারতের টি২০ দল ঘোষিত, অধিনায়কত্বে বড় চমক

জুন মাসের 26 তারিখ মালা হাইড এবং 28 তারিখ 20 ম্যাচ খেলা হবে তাহলে দিন আয়ারল্যান্ডের 14 জনের দল ঘোষণা হয়েছে অধিনায়ক অ্যান্ড্রিউ বালবির নিউ মার্কেটের কাটিস ক্যাম্পের গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল স্টিফেন রোহিণী যশ লিটেল এন্ড্রোক্রাইন ব্যারি ম্যাকার্থি কনর উল্টোরথ পল স্টার্লিং হ্যারি টেকটর লোরকার ইয়ংআয়ারল্যান্ডে বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দল দুই ম্যাচের একটি টি-২০ সিরিজ খেলবে জুন মাসের শেষে। সেই সিরিজের দল ঘোষণা হল এদিন বুধবার। মোট ১৪ জনের দল ঘোষণা করেছে বিসিসিআই। দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন হার্দিক পাণ্ডিয়া। এছাড়াও রয়েছে একাধিক চমক।

ভারতের ১৪ জনের দলে রয়েছেন - হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার (সহ অধিনায়ক), ঈশান কিশান, ঋতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, হর্ষল প্যাটেল, আবেশ খান অর্শদীপ সিং, উমরান মালিক।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহর মতো প্রথম দলের খেলোয়াড়রা খেলছেন না এই সিরিজ। এমনকী দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতকে নেতৃত্ব দেওয়া ঋষভ পন্থও খেলবেন না আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে। যার ফলে আইপিএলে প্রথমবার নেতৃত্ব দিয়ে গুজরাতকে চ্যাম্পিয়ন করা হার্দিক পাণ্ডিয়াকে নেতৃত্বের ভার তুলে দেওয়া হয়েছে। এছাড়াও দলে জায়গা পেয়েছেন রাহুল ত্রিপাঠী। আইপিএলে এবছর তিনি অনবদ্য পারফরম্যান্স করেছেন।

জুন মাসের ২৬ তারিখ এবং ২৮ তারিখ দুটি ম্যাচ খেলা হবে। তার আগে এদিন আয়ারল্যান্ডের ১৪ জনের দল ঘোষণা হয়েছে। অ্যান্ড্রিউ বালবার্নি (অধিনায়ক), মার্ক এডেয়ার, কার্টিস ক্যাম্ফের, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, জস লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, কনর ওলফার্ট, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লোরকান টাকার, ক্রেগ ইয়ং।

More TEAM INDIA News  

Read more about:
English summary
BCCI Announces 14 Member T20 Squad Against Ireland Series