দিল্লিত আজ বৈঠক বিরোধীদের
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ফের একজোট হতে শুরু করেছে অবিজেপি দলগুলি। তাতে আবার সেই মুখ্যভূমিকায় টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই তিনি দিল্লি পৌঁছেেছন। রাজধানীতে পা রেখেই মমতা সোজা হাজির হয়েছিলেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারর কাছে। শরদজির সঙ্গে দেখা করে তিনি বঙ্গভবনে যান। আজ মমতার ডাকেই ফের এক মঞ্চে হাজির হচ্ছে অবিজেপি দলগুিল। আবারও মাথাচারা দিয়ে উঠেছে বিরোধী ঐক্য। এবারও সূত্রধর সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই।
কারা থাকছেন বৈঠকে
দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে প্রতিনিধি পাঠাচ্ছে বাম কংগ্রেস উভয়
দলই। থাকবেন শরদ পাওয়ারও। যদিও তিনি রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার কথা খারিজ করে দিয়েছেন। বর্ষিয়ান এনসিপি সুপ্রিমো জানিয়ে দিয়েছেন তিনি রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে সামিল হতে চান না। তবে বিরোধীদের বৈঠকে যোগ দেবেন শরদ পাওয়ার। একুশের বিধানসভা ভোটের পরেই দিল্লি সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেসময় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন তিনি। কিন্তু সেসসময়ও ঠিক পথে এগোয়নি বিরোধী ঐক্যের সুর।
কাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করতে চায় বিরোধীরা
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধীদের এই তোরজোর খুব কমই দেখা গিয়েছে। সাধারণত শাসক দলের প্রভাব থাকে রাষ্ট্রপতি নির্বাচনে। কিন্তি এবার বিরোধীরা কোমর কষেছে। তাতে উদ্যোগী হয়েছেন মমতা নিজেই। প্রথমে শরদ পাওয়ারকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি রাজি হননি। সূত্রের খবর বিরোধীদের পছন্দের তালিকায় রয়েছেন গান্ধী পরিবারের সদস্য। একসময়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন তিনি। টিএমসি সুপ্রিমোর সঙ্গে যথেষ্ট ভাল সম্পর্ক তাঁর। মমতা তাঁকে মান্যতাও দিতেন।
বিরোধী ঐক্যের পথ কি সুগম হল
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ফের বিরোধী ঐক্যের সুর জোড়াল হতে শুরু করেছে। সামনেই লোকসভা ভোট। তার আগে িক ফের একবার বিরোধীরা জোট বাঁধতে চলেছে। ২০১৪ লোকসভা নির্বাচনের আগে বিরোধীরা একজোট হলেও কংগ্রেস তেমন আগ্রহ দেখায়নি। এবারও প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী ঐক্যের কথা বলেছেন ঠিকই কিন্ত কংগ্রেসকে সামনে রেেখ লড়তে নারাজ তিনি। কংগ্রেসকে দিয়ে বিজেপির বিরুদ্ধে শক্তিশালী লড়াইয়ে নামা যাবে না তার বার্তা আগেই দিয়ে রেখেছেন তিনি। তাহলে বিরোধী জোটের হাল ধরবে কে? এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।