দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মঙ্গলবার বিশাখাপত্তনমে মাস্ট উইন ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত। পাঁচ ম্যাচের সিরিজে প্রথম দুই ম্যাচে শোচনীয় পরাজয়ের পর সিরিজে টিকে থাকার লক্ষ্যে তৃতীয় ম্যাচে জিততেই হতো ভারতকে। গত দুই ম্যাচে প্রথমে ব্যাটিং করে টার্গেট ডিফেন্ড করতে পারেনি ঋষভ পন্থের দল। তবে, মাস্ট উইন ম্যাচে ভারতীয় দলের বোলাররা যে পারফরম্যান্স উপহার দিয়েছেন তা প্রশংসার দাবি রাখে।
১৭৯ রান পুঁজি নিয়ে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে আসা দক্ষিণ আফ্রিকাকে ১৩১ রানে আটকে দেয় ভারত। যুজবেন্দ্র চাহাল, হর্ষল প্যাটেল বা ভুনেশ্বর কুমারের বোলিং যথেষ্ট প্রশংসার দাবি রাখে। বিশেষ করে হর্ষল প্যাটেলের বুদ্ধিদীপ্ত বোলিং বিশেষ ভাবে প্রশংসার দাবি রাখে। রেজা হেনড্রিক্স, ডেভিড মিলার, কাগিসো রাবাডা এবং তাব্রেজ শামসি তাঁর শিকার। মাত্র ২৫ রান খরচ করে ৪ উইকেট তুলে নেন হর্ষল, যা তাঁর আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারে সেরা।
তবে, হর্ষল শুধু একজন দক্ষ বোলারই নন, তিনি বোলিংটা করেন মাথা কাজে লাগিয়ে। ক্রিকেটীয় ব্যাকরণ মেনে বোলিং করার পাশাপাশি স্লোয়ার বলের ব্যবহারটাও দুর্দান্ত ভাবে তিনি রপ্ত করেছেন। ভারতের দৃষ্টিকোন থেকে ম্যাচের সব থেকে বড় মুহূর্তটি আসে যখন ফর্মে থাকা ডেভিড মিলারের উইকেট তুলে নেন হর্ষল। সবে মাত্র তখন ক্রিজে এসেছেন মিলার। ৫ বলে ৩ রান করে ব্যাটিং করছেন। পিচের চিত্র বুঝে 'কিলার মিলার' ক্রিজে সেট হওয়ার আগেই স্লোয়ার বল ছেড়ে মিলারের পরীক্ষা নেন হর্ষল, আর সঙ্গে সঙ্গেই ডাহা ফেল 'কিলার মিলার'। হর্ষলের অ্যাকশন দেখে তিনি বুঝতে পারেননি যে অত্যন্ত ধীর গতিতে আসছে বল, শট মারার পর তা অনুভব করেন মিলার। ততক্ষণে ভারতের কার্যসিদ্ধি হয়ে গিয়েছে। শেষ দুই ম্যাচে অপরাজিত থাকা মিলারের শট সরাসরি জমা পড়ে ঋতুরাজ গায়েকোয়াড়ের হাতে।
GONE! It's the big fish - David Miller 🧐 #INDvSA pic.twitter.com/qQfq6csdLv
— Doordarshan Sports (@ddsportschannel) June 14, 2022
মিলার প্যাভিলিয়নে ফেরার সঙ্গেই দক্ষিণ আফ্রিকার টেল এন্ড উন্মুক্ত হয়ে যায়। হেনরিচ ক্লাসেন ভারতীয় বোলারদের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করলেও যুজবেন্দ্র চাহালের স্পিনের সামনে তাঁকে হার স্বীকরা করতে হয়। চাহাল এই ম্যাচে তিনটি উইকেট পেয়েছেন। এই ম্যাচে হারলেও পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। পরবর্তী ম্যাচে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে রাজকোটে সৌরাষ্ট্রে ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে।