কিছুদিন আগেই কাশ্মীরে এক হিন্দু ব্যাঙ্ক ম্যানেজারকে গুলি করে হত্যাকরে। নিহত ব্যাঙ্ক ম্যানেজার নাম বিজয় কুমার৷ এবার বিজয় কুমার খুনে জড়িত সন্ত্রাসীকে মঙ্গলবার রাতে এনকাউন্টারে খতম করা হয়েছে বলে দাবি করল কাশ্মীরি পুলিশ৷ স্থানীয় পুলিশ জানিয়েছে শোপিয়ানে একটি এনকাউন্টারে গুলিবিদ্ধ হয়েছে দুই লস্কর-ই-তৈবা জঙ্গি। ২রা জুন, কুলগামের দিহাটি ব্যাঙ্কে ঢুকে রাজস্থানের বাসিন্দা ব্যাঙ্ক ম্যানেজার বিজয় কুমারকে হত্যা করেছিল জঙ্গিরা। পরে পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে গোলাগুলির ঘটনা।
কাশ্মীরি পুলিশ জানিয়েছে এনকাউন্টারে নিহত জঙ্গিরা সন্ত্রাসী সংগঠন এলইটি-র সঙ্গে যুক্ত ছিল। জঙ্গিদের দেহ সনাক্তকরণ করে পুরো বিষয়টি নিশ্চিত করেছে কাশ্মীর পুলিশ। এ বিষয়ে কাশ্মীর জোন পুলিশ টুইট করেছে, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সেনাবাহিনীর যৌথভাবে পরিচালিত অভিযানের তথ্য ভাগ করা হল। নিহত সন্ত্রাসীদের মধ্যে একজনের নাম( শোপিয়ানের) জান মোহম্মদ লোন। অন্যান্য সন্ত্রাসী অপরাধের পাশাপাশি এই জঙ্গি কুলগাম জেলায় ২ শে জুন ব্যাঙ্ক ম্যানেজার বিজয় কুমারের সাম্প্রতিক হত্যার সঙ্গে জড়িত ছিল৷
রাজস্থানের হনুমানগড়ের বাসিন্দা ছিলেন বিজয় কুমার৷ সদ্যই তিনি কাশ্মীরের কুলগামে তার পোস্টিং পেয়েছিলেন৷ পদে যোগদানের পরপরই ২ জুন তিনি গুলিবিদ্ধ হন। ব্যাঙ্কে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকা এক সন্ত্রাসীর ছবি ক্যামেরায় ধরা পড়ে। এই হত্যাকাণ্ডটি কাশ্মীর সহ সারা ভারতে ক্ষোভের জন্ম দিয়েছে৷ গত বছর অভিবাসী শ্রমিক ও স্থানীয় সংখ্যালঘুদের ওপর টার্গেট করে হামলা শুরু হয়। বিজয় হত্যার পরই জম্মু ও কাশ্মীরে কাশ্মীরি পণ্ডিতরা তাদের নিরাপদ এলাকায় স্থানান্তরিত করার দাবিতে বিক্ষোভের দেখিয়েছেন৷
৯০০০ ছুঁই ছুঁই দেশের দৈনিক করোনা সংক্রমণ, ২৪ ঘণ্টায় রেকর্ড বাড়ল আক্রান্তের সংখ্যা
তবে এখানেই শেষ নয়, গত মাসে বুদগামে ম্যাজিস্ট্রেট অফিসের ভিতরে রাহুল ভাট নামে একজন কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে হত্যা করে কাশ্মীরের সন্ত্রাসীরা৷ এই হত্যার পর থেকে কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের সদস্যরা বিক্ষোভ দেখিয়েছে। প্রধানমন্ত্রীর পুনর্বাসন প্যাকেজের অধীনে উপত্যকায় নিযুক্ত প্রায় ৪০০০ কাশ্মীরি পণ্ডিতরা গণ অভিবাসনের হুমকি দিয়েছে কারণ কাশ্মীরে তারা আর নিরাপদ বোধ করছে না।