উত্তরবঙ্গের ২ জেলায় অতিপ্রবল বৃষ্টিপাত
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ১৭ জুন শুক্রবার সকালের মধ্যে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় অতিপ্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই কারণেওই দুই জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহজেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী তিন দিন উত্তরবঙ্গের জেলাগুলির দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। পরবর্তী দুদিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।
দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া দফতর জানিয়েছে, ১৬ জুন বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জেলাগুলির কোথাও কোথাও ঝড়ের বেগ সর্বোচ্চধন্টায় ৪০-৫০ কিমি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৭ জুন শুক্রবার সকালের মধ্যে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গেও আগামীতিনদিন দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। তবে এর পরের ২ দিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ
এদিন আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতারসর্বনিম্ন তাপমাত্রা ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯৭%।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৫.২ (২৮.৮)
বহরমপুর ২৫.৬ (২৫.২ )
বাঁকুড়া ২৩.১ (২৭.৮)
বর্ধমান ২২ (২৫.৮)
কোচবিহার ২৪.৫ (২৩.৩ )
দার্জিলিং ১৫.৮ ( ১৬.২ )
দিঘা ২৫.৫ (২৯)
কলকাতা ২৩.৯ (২৯.৫)
দমদম ২২.৭ (২৯.৪)
কৃষ্ণনগর ২৮.৪ (২৮.২)
মালদহ ২৬.৬ (২৬.৭)
মেদিনীপুর ২৫.৫ (২৯.১)
শিলিগুড়ি ২৪.২ ( ২৩.৭)
শ্রীনিকেতন ২৩.৩ (২৪.৫)
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৯.৫)
বহরমপুর ( ৩৬.৬)
বাঁকুড়া (৩৯.১)
বর্ধমান (৩৭.৮)
কোচবিহার (২৫.৭ )
দার্জিলিং ( ২০.৬)
দিঘা (৩৪.৭ )
কলকাতা (৩৫.৬)
দমদম (৩৭.৩)
কৃষ্ণনগর (৩৭.৪)
মালদহ (৩৬)
মেদিনীপুর ( ৩৬.৫)
শিলিগুড়ি (২৯.২)
শ্রীনিকেতন ( ৩৯.৬)