রেলপথে অবরোধ
সেনাবাহিনীর নিয়োগের জন্য প্রস্তুতি নিয়ে যুবকরা এদিন বিভিন্ন জায়গায় রেলপথ অবরোধ করেন। বিক্ষোভকারীরা অগ্নিপথ প্রকল্পের বিরোধিতা করে আগেকার নিয়োগ পদ্ধতি পুনর্বহালের দাবি করেছে। বক্সার ও মুজফফরপুরে রেথ অবরোধ করা হয়। এছাড়াও জাতীয় সড়ক অবরোধের ঘটনাও ঘটে। সেখানে টায়ার জ্বালানো হয়। প্রকল্পের বিরুদ্ধে স্লোগান তোলা হয়। বিক্ষোভকারী,রা বলেন, চারবছরের চাকরির অর্থ হল পরে অন্য চাকরির জন্য চেষ্টা করতে হবে। অন্য কোনও চাকরিতে বয়সে অন্যদের থেকে পিছিয়ে পড়তে হবে।
|
মঙ্গলবার নতুন প্রকল্পের কথা ঘোষণা
মঙ্গলবার নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন প্রতিরক্ষামন্ত্রী। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধানরাও। এই প্রকল্প অনুযায়ী, এই প্রকল্পে যাঁরা যোগ দেবেন, তাঁদের অগ্নিবীর হিসেবে পরিগণিত হবেন। চার বছরের জন্য তাঁদের সেনাবাহিনীতে নিয়োগ করা হবে। ১৭.৫ থেকে ২১ বছরে মধ্যে থাকা তরুণরা এই প্রকল্পে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। চার বছর পরে ২৫ শতাংশকে ১৫ বছরের জন্য বহাল করা হবে। তবে বাকিরা অবসরকালীন কোনও সুবিধা পাবেন না। তবে তাঁদের ১১ থেকে ১২ লক্ষ টাকার প্যাকেজ দেওয়া হবে। তাঁরা নিজেদেরকে প্রাক্তন সমরকর্মীও বলতে পারবেন না। সেনার তিন বাহিনীতে এই নিয়োগ করা হবে। প্রশিক্ষণের মেয়াদ হবে ছয়মাস। মাসিক বেতন হবে ৩০ থেকে ৪০ হাজারের মধ্যে। তার সঙ্গে চিকিৎসা ও বিমার সুবিধা থাকবে।
সরকারের উদ্দেশ্য
নতুন এই নিয়োগ পরিকল্পনায় সরকার উদ্দেশেয হল বেতন এবং পেনশন বাদ খরচ কমানো। সেই অর্থ অস্ত্র সংগ্রগের পিছনে খরচ করা।
সমালোচনায় প্রাক্তন সমরকর্মীদের একাংশ
তবে সরকারি উদ্যোগের সমালোচনা করেছেন প্রাক্তন সমরকর্মীদের একাংশ। তাঁরা বলছেন, ৪ বছর নয়, সময়সীমা ৭ বছর করা উচিত। সেই সঙ্গে অন্তত ৫০ শতাংশের পুনর্বহালের সুপারিশ করছেন কোনও কোনও প্রাক্তন সমরকর্মী।
কোনও কোনও প্রাক্তন সেনা আধিকারিক সশস্ত্র বাহিনীতে অর্থনৈতিক দৃষ্টিকোন থেকে দেখা উচিত নয় বলে মন্তব্য করেছেন। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, নতুন প্রকল্প নিয়ে কোনও মন্তব্য করতেঅস্বীকার করেছেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন সেনাপ্রধান ভিকে সিং। অগ্নিপথ প্রকল্প নিয়ে সরব হয়েছেন, বিরোধী রাজনীতিকরাও। রাহুল গান্ধী বলেছেন, ভারত যখন দুটি ফ্রন্টে হুমকির সম্মুখীন হয়, তখন অগ্নিপথ প্রকল্পঅনাকাঙ্খিতভাবে দেশের সশস্ত্র বাহিনীর কার্যকারিতা হ্রাস করে। তিনি এই প্রকল্প নিয়ে মোদী সরকারকে সতর্ক করেছেন।