নতুন প্রতিভার খোঁজে আরও চারটি নতুন অফিস খুলছে ইনফোসিস

ইনফোসিস ভারতের বৃহত্তম আইটি সংস্থাগুলির মধ্যে একটি, ইনফোসিস নিয়োগের ঘোষণা করেছে, ইনফোসিস আরও চারটি অফিস খুলছে, ইনফোসিস টায়ার-২ শহর থেকে প্রতিভা নিয়োগ করতে চলেছে৷ দেশের টায়ার-২ শহর গুলিতে অফিস খুলতে চলেছে ইনফোসিস। ইনফোসিস গ্রুপের প্রধান কৃষ্ণমূর্তি শঙ্কর সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন৷

কী বলছেন ইনফোসিস কর্তা?

ইনফোসিসের পক্ষ থেকে জানানো হয়েছে, সারা দেশের টায়ার-২ শহরগুলি থেকে নতুন প্রতিভাদের নিয়োগ করা হবে৷ এবং তাদের মধ্যে ৬০ শতাংশ নিজেদের শহরে ফিরে গিয়ে কাজ করতে পারবে। শঙ্কর আরও জানিয়েছেন যে, করোনাকালে সারা দেশের আইটি সেক্টরে প্রচুর মানুষ 'ওয়ার্ক ফ্রম হোম' মোডে কাজ করছেন৷ এবং আমরা চাইছি এই এমপ্লয়িরা তাদের বাড়ির কাছ থেকে কাজ করুন৷ তবে এই অফিসগুলি কোনও স্যাটেলাইট অফিস নয়। বরং এই অফিসগুলিতে একসঙ্গে ১০০০ জন কাজ করতে পারবেন৷' পরের ৬ মাসে এই অফিসগুলিতে আরপ পরিকাঠামো বাড়ানো হবে বলেও জানিয়েছেন ইনফোসিস কর্তা৷

কোথায় কোথায় অফিস খুলছে ইনফোসিস?

ইনফোসিসের ইতিমধ্যেই, ইন্দোর, নাগপুরে অফিস রয়েছে এবার কলকাতা, কোয়েম্বাটুর, ভাইজ্যাগ, নয়ডাতে অফিস খুলতে চলেছে ইনফোসিস৷ এই চারটি নতুন অফিস খোলার পক্ষে শঙ্কর জানিয়েছেন, এই শহরগুলির প্রতিভার হাব। তাই এখানে এখন বিনিয়োগ করে রাখলে তা ভবিষ্যতে বড় সুযোগ তৈরি করবে৷ তাই আমরা চাই এই প্রতিভারা বেড়ে উঠুক৷

বিশ্বের নতুন ট্রেন্ড, টায়ার-২ শহরে আইটি কোম্পানিগুলির শাখা খোলা!

সম্প্রতি সারা বিশ্বেই নতুন ট্রেন্ড, টায়ার-টু শহরে আইটি কোম্পানিগুলির নতুন ব্রাঞ্চ খোলা। সময়ের সঙ্গে উন্নত পরিকাঠামো, যোগাযোগের উপর নির্ভর করে এই শহরগুলিতে বিনিয়োগ করছে আইটি টাইকুনরা। ইনফোসিসের ভাইস প্রেসিডেন্ট, সঙ্গীতা গুপ্তা জানিয়েছেন, এভাবেই সারা ভারতের প্রতিভাদের কাছে সহজে পৌঁছানোর সুযোগ রয়েছে। তবে এই ক্যাম্পাসগুলি ছোট স্কেলে হবে বলেই জানিয়েছেন সঙ্গীতা।

সেনাবাহিনীতে এবার নিয়োগে 'অগ্নিপথ' প্রকল্প! ঘোষণা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর সেনাবাহিনীতে এবার নিয়োগে 'অগ্নিপথ' প্রকল্প! ঘোষণা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর

More INFOSYS News  

Read more about:
English summary
Infosys is opening four new offices in search of new talent
Story first published: Tuesday, June 14, 2022, 15:07 [IST]