উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৬ জুন বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতিভাবী বৃষ্টি হতে পারে। এছাড়া জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মৌসুমী বায়ু এই মুহূর্তে উত্তরবঙ্গের বালুরঘাটের ওপরে অবস্থান করছে। আগামী দিন দুয়েক দিনের তাপমাত্রার কোনও পরিবর্তন না হলেও পরের তিন দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে।
দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ১৫ জুন বুধবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৬ জুন বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী দুদিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও তারপরের তিন দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।
কলকাতায় অস্বস্তির আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, এদিনও কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া বজায় থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৫ ও ২৯ ডিগ্রি সেলসিয়াস। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সোমবার এই তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৭ %।
বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বর্ষা
আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ১৬ জুন বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বর্ষার আগমনের সম্ভাবনা। তবে সেই আগমন যথেষ্টই দুর্বল হবে। তবে ওই দিনের মধ্যে সমগ্র উত্তরবঙ্গে বর্ষারআগমন হয়ে যাবে। দক্ষিণবঙ্গে বর্ষার আগমন হলেও অস্বস্তির আবহাওয়ায় তেমন কোনও পরিবর্তন এখনই হবে না।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৮.৭ )
বহরমপুর ( ২৫.৪)
বাঁকুড়া (২৭.৪)
বর্ধমান ( ২৬.৪)
কোচবিহার (২২.৪)
দার্জিলিং ( ১৪.৮)
দিঘা (২৯.২)
কলকাতা (২৯.১)
দমদম (২৯)
কৃষ্ণনগর (২৭.৮)
মালদহ (২৭.১)
মেদিনীপুর (২৮.৫)
শিলিগুড়ি (২৩.৪)
শ্রীনিকেতন (২৮.২)