রোনাল্ডোহীন পর্তুগালের অবিশ্বাস্য হার, ফের প্রশ্নের মুখে সিআর ৭ নির্ভরতা

সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে নেশনস লিগের ফিরতি ম্যাচে হোঁচট খেল পর্তুগাল। ঘরের মাঠে ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় সুইৎজারল্যান্ড। সিলভার উডমারের পাস থেকে হ্যারিস সেফেরোভিকের গোলে এগিয় যায় সুইস দল। শুরুর মিনিটের এই গোল গোটা ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

এ দিন ম্যাচের প্রথম পাঁচ মানিট ছাড়া গোটা ম্যাচেই নিয়ন্ত্রণ ছিল পর্তুগালের দখলে কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। এ দিন পর্তুগালের ড্র বা জয়ের মধ্যে প্রাচীর যে দাঁড়ান জোনাস ওমলিন। সুইৎজারল্যান্ড দলের গোলরক্ষক গোটা ম্যাচে ৮টি নিশ্চিত গোল বাঁচান যার মধ্যে পাঁচটি ছিল বক্সের মধ্যে থেকে। এ দিন পর্তুপালের প্রথম একাদশে ছিলেন না ক্রিস্টিয়ান রোনাল্ডো।

সোমবার মধ্য রাত্রে অপর খেলায় চেক প্রজাতন্ত্রকে ২-০ গোলে পরাজিত করে স্পেন। এই নিয়ে লাগাতার দ্বিতীয় ম্যাচে ক্লিন শিট ধরে রাখল স্পেন, যা হয়তো অবাক করেছে স্প্যানিশ সমর্থকদেরও কারণ এই দলটা ন্যূনতম একটি করে গোল হজম করা অভ্যাসে পরিণত করেছে। তবে, দুই ম্যাচে ক্লিন শিট রাখাটা স্রেফ ফ্লুকে হয়েছে নাকি এর মধ্যে সত্যিই উন্নতির লক্ষণ রয়েছে তা বোঝা যাবে যত সময় এগোবে।

এ দিন ম্যাচের ২৪ মিনিটে মার্কোস অ্যাসেন্সিও'র পাস থেকে গোল করে কার্লোস সোলার এগিয়ে দেন স্পেনকে। ম্যাচে ৭৫ মিনিটে স্পেনের হয়ে দ্বিতীয় গোলটি করেন পাবলো সারাবিয়া। গোল করার মতো অবস্থা তৈরি করেছিল চেক প্রজাতন্ত্রও কিন্তু স্পেনের গোলরক্ষক উনাই সিমোন কোনও বিপদ হতে দেননি। দু'টি দুরন্ত সেভ করেন তিনি। চেক প্রজাতন্ত্রের তরুণ স্ট্রাইকার জান কুচিতা এ দিন প্রত্যাশা পূরণ করতে পারেননি। এ দিন অপর খেলায় গ্রীস ২-০ গোলে পরাজিত করে কোসভকে। মঙ্গলবার রাতে নেশন লিগের ম্যাচে ফ্রান্স মুখমুখি হবে ক্রোয়েশিয়ার।

More CRISTIANO RONALDO News  

Read more about:
English summary
Portugal lost against Switzerland in UEFA National league match. Cristiano Ronaldo did not played in this match. In the other match Spain beat Czech Republic.
Story first published: Monday, June 13, 2022, 11:12 [IST]